মৌলভীবাজারের বড়লেখা সীমান্ত থেকে দুটি ভারতীয় মহিষ আটক করেছে বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি)। মঙ্গলবার (০৭ অক্টোবর) বিকেল আনুমানিক ৩ টার দিকে বিয়ানীবাজার ব্যাটালিয়নের অধীনস্থ গান্দাইল বিওপির একটি টহল দল সীমান্ত থেকে প্রায় ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বড়লেখা থানার গান্দাইল খাসিয়া পুঞ্জি এলাকা থেকে মহিষ দুটি আটক করে।
বিজিবি জানায়, আটক করা মহিষগুলোর কোনো মালিক পাওয়া যায়নি। সেগুলো মালিকবিহীন অবস্থায় জব্দ করা হয়। জব্দ করা মহিষগুলোর আনুমানিক সিজার মূল্য ৪ লাখ ৪০ হাজার টাকা বলে জানা গেছে।
বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি)-এর পরিচালক (অধিনায়ক) লে. কর্ণেল মোহাম্মদ আরিফুল হক চৌধুরী জানান, এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।