গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ইদিলপুর ইউনিয়নের কোনাপাড়া গ্রামে সাপের কামড়ে এনামুল হক (১৯) নামের এক তরুণের মৃত্যু হয়েছে। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে বুধবার(৮ অক্টোবর) রাত আনুমানিক ৩ টার দিকে সে মারা যায়। নিহত এনামুল হক সাদুল্লাপুর উপজেলার ইদিলপুর ইউনিয়নের কোনাপাড়া গ্রামের হাবিজার রহমানের ছেলে।
স্থানীয়রা জানায়, গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৭ টার দিকে এনামুল পার্শ্ববর্তী কৃষি মাঠে মাছ ধরার জন্য যান। এ সময় তাকে সাপ দংশন করে। এ বিষয়টি সে পরিবারের কাউকে না জানিয়ে চেপে রাখে ও রাত ১০ টার দিকে সে পরিবারের নিকট বলে এবং বিষধর সাপ দংশন করতে পারে সেই সন্দেহ প্রথমে রংপুরের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে যাওয়ার পথে ভোর রাত ৩টার দিকে এনামুল মৃত্যুবরণ করেন।