× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

স্বপ্নসারথি গ্রাজুয়েশন অনুষ্ঠান-২০২৫

লালমনিরহাট প্রতিনিধি

০৮ অক্টোবর ২০২৫, ১৩:১৭ পিএম

ব্রাক কর্তৃক পরিচালিত স্বপ্নসারথি দলের লাইফ স্কিল সেশনের কিশোরীদের নিয়ে স্বপ্ন সারথি গ্রাজুয়েশন অনুষ্ঠান-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

‘পার করেছি আঠারো, পেরিয়ে যাব পাহাড়ও’- এমন স্লোগানকে ধারণ করে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

লালমনিরহাটের আদিতমারি উপজেলা সভাকক্ষে বুধবার সকালে ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনী সুরক্ষা কর্মসূচির উদ্যোগে অনুষ্ঠিত হয় ‘স্বপ্নসারথি গ্র্যাজুয়েশন অনুষ্ঠান’। এতে প্রধান অতিথি ছিলেন আদিতমারি উপজেলা নির্বাহী কর্মকর্তা বিধান কান্তি হালদার। বিশেষ অতিথি ছিলেন রিপন কুমার সাহা জেলা ব্যবস্থাপক( সেলফ) লালমনিরহাট, ব্রাকের পক্ষ থেকে সেলফ অফিসার মরিয়ম বেগম ও কমিউনিটি অর্গানাইজার সেলফ মোরী খাতুন। ২৭টি জীবন দক্ষতা প্রশিক্ষণ সেশনের অংশগ্রহণকারী ২৭ জন কিশোরী প্রাপ্তবয়স্কতায় পৌঁছালে তাদের ‘স্বপ্নসারথি গ্র্যাজুয়েট’ হিসেবে সনদ ও সম্মাননা দেওয়া হয়। এ বছর আদিতমারি উপজেলায় আঠারোতে পদার্পণ করেছে ২৭ জন কিশোরী।

অনুষ্ঠানে অংশগ্রহণকারী কিশোরীরা নিজ নিজ স্বপ্ন ও লক্ষ্য ব্যক্ত করলে আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়। 

এসময় আদিতমারি উপজেলা নির্বাহী কর্মকর্তা বিধান কান্তি হালদার কিশোরদের উদ্দেশ্যে বলেন, বাল্য বিবাহ রোধ করে তোমরা আঠারো পার করেছো এটা সত্যি প্রশংসনীয়। ব্রাকের এমন কার্যক্রম সাধুবাদ জানিয়ে তিনি আরও বলেন, এই কার্যক্রম অব্যাহত থাকবে। কিশোরীদের অভিনন্দন জানিয়ে তিনি বলেন, তোমরা সচেতন থাকলে আদিতমারি উপজেলা বাল্যবিবাহ মুক্ত ঘোষণা করা সম্ভব হবে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.