টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনে কিশোরগঞ্জে ৯ লাখ ৫৬ হাজার ৭৭৪ শিশুকে টাইফয়েড জ্বরের টিকা দেওয়া হবে। আগামী ১২ অক্টোবর থেকে ০৯ মাস থেকে ১৫ বছর বয়সি শিশুকে বিনামূল্যে ১ ডোজ টাইফয়েড টিকা দেওয়া হবে। জেলা সিভিল সার্জন সম্মেলন কক্ষে ক্যাম্পেইন উপলক্ষ্যে সাংবাদিকদের সাথে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে বুধবার সিভিল সার্জন এসব তথ্য জানান।
সভায় জানানো হয়, কিশোরগঞ্জ জেলায় ৯ লাখ ৫৬ হাজার ৭৭৪ জন শিশু-কিশোরকে টিকা দেওয়া হবে। এই লক্ষ্যে নিবন্ধন প্রক্রিয়া চলমান রয়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী ২ লাখ ৮৯ হাজার ৪০৫ জন টিকার জন্য নিবন্ধন করেছেন। স্কুল-মাদ্রাসায় প্রায় ৪০ শতাংশ নিবন্ধিত হয়েছে। এছাড়া কমিউনিটি পর্যায়ে ১০ শতাংশ নিবন্ধিত হয়েছে।
সভায় আরও জানানো হয়, শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত প্রাক-প্রাথমিক হতে ৯ম শ্রেণি/সমমান সকল শিক্ষার্থী নিজ প্রতিষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভূত ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সি সকল শিশু বিদ্যমান ইপিআই টিকাদান কেন্দ্রে ১ ডোজ টাইফয়েড-এর টিকা গ্রহণ করতে পারবে। এছাড়া পূর্বে টাইফয়েড টিকা গ্রহণ করে থাকলেও ক্যাম্পেইন চলাকালীন সময়ে ১ ডোজ টাইফয়েডের টিকা গ্রহণ করা যাবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা সিভিল সার্জন ডা. অভিজিত শর্মা, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. পল্লব কুমার দেবনাথ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, কিশোরগঞ্জ জেলা শাখার ইম্যুনাইজেশন মেডিকেল অফিসার ডা. আজিজুল হক তানজিল সাভিলেন্স, ন্যাশনাল ইপিআই স্পেশালিস্ট, ইউনিসেফ ডা. তারিকুল ইসলাম, জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক মো. রুহুল আমীনসহ বিভিন্ন মিডিয়ার কর্মরত সাংবাদিকরা।