× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

খেলার মাঠ নির্মাণের উদ্যোগ

ফয়সাল হোসেন, শ্রীনগর

০৮ অক্টোবর ২০২৫, ১৪:০২ পিএম

যুব সমাজকে মাদক থেকে দূরে রেখে সুস্থ ও সুন্দর প্রজন্ম গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই। এ লক্ষ্যে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার গাঁওদিয়া ইউনিয়নের পালগাঁও এলাকায় ১.০৪ একর সরকারি জমি উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত জমিতে শীঘ্রই একটি খেলার মাঠ নির্মাণের কাজ শুরু হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে জমিটি বিভিন্নভাবে দখল হয়ে ছিল। প্রশাসনের উদ্যোগে জায়গাটি পুনরুদ্ধার হওয়ায় এলাকায় আনন্দের সঞ্চার হয়েছে। স্থানীয়দের আশা, মাঠটি দ্রুত নির্মিত হলে তরুণ প্রজন্মের মধ্যে খেলাধুলার আগ্রহ বাড়বে এবং মাদকসহ সামাজিক অপরাধ রোধে কার্যকর ভূমিকা রাখবে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নেছার উদ্দিন বলেন, “খুব তাড়াতাড়িই উদ্ধারকৃত জায়গায় একটি খেলার মাঠ নির্মাণ করা হবে। বর্তমান প্রজন্ম মোবাইল ফোন ও নেশায় অতিরিক্ত আসক্ত হয়ে পড়ছে। আমরা চাই, যুব সমাজ নেশা থেকে দূরে থেকে মাঠে ফিরে আসুক। সেই প্রত্যয়ে আমরা এই উদ্যোগ নিয়েছি।’’


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.