× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন

কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি

০৮ অক্টোবর ২০২৫, ১৪:৩২ পিএম

উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে মাদারীপুর কালকিনিতে জাতীয় কন্যা শিশু দিবস ২০২৫ উদযাপিত হয়েছে।

“স্বপ্ন গড়ি, সাহস লড়ি, দেশের কল্যানে কাজ করি” এই প্রতিপাদ্যে জাতীয় কন্যা শিশু দিবসের আয়োজন করা হয়।

দিবসটি উপলক্ষে  গতকাল মঙ্গলবার (৮ অক্টোবর) সকালে উপজেলা নির্বাহী অফিসার সাইফ-উল-আরেফিনের সভাপত্বিতে উপজেলা পরিষদের সভাকক্ষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভাটি পরিচালনা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হামিদা খাতুন। আলোচনা সভায় ব্যক্তারা বলেন, একটা সময় ছিল যখন কন্যা শিশুর চেয়ে পুত্র শিশু বেশি চাইত পিতা-মাতারা। কন্যার শিশু জন্মগ্রহণে খুশি হতো না পিতা মাতারা। কন্যা শিশুর চেয়ে পুত্র সন্তানকে পরিবারে গুরুত্ব দেওয়া হতো বেশি।

তবে সময় বদলেছে, তার সাথে বদলেছে পিতামাতার ধারণারও। নানারকম বাধা-বিঘ্ন পেরিয়ে কন্যা শিশুরা এখন পুত্র সন্তানের মতো সমানতালে পরিবারে, সমাজে ও রাষ্ট্রে অবদান রেখে চলেছে। কন্যা সন্তানও বৃদ্ধ পিতা-মাতার অসহায় জীবনে সহায় হয়ে দেখা দিচ্ছে। ক্ষেত্রবিশেষে পুত্র সন্তানের চেয়ে বাবা-মার প্রতি বেশি গুরুদায়িত্ব পালন করছেন কন্যারা। এসময়ে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো.আশরাফুজ্জামান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুর রহমান, সাংবাদিক এইচএম মিলন মাহমুদ, মো.নাসির উদ্দিন ফকির লিটন,শাহাদাত ওয়াসিম সহ বিভিন্ন সংগঠনের নারী নেতারা।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.