× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

তড়কা রোগের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মতবিনিময়

বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি

০৮ অক্টোবর ২০২৫, ১৪:৫৩ পিএম

রংপুরের বদরগঞ্জে তড়কা রোগ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির অংশ হিসেবে আজ স্থানীয় উপজেলা কনফারেন্স রুমে মাংস ব্যবসায়ীদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রাণিসম্পদ বিভাগ ও উপজেলা পরিষদ কর্তৃপক্ষের যৌথ উদ্যোগে সভাটির আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মিজানুর রহমান।  সভাটি সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. স্বপন চন্দ্র সরকার।

তড়কা রোগসহ বিভিন্ন সংক্রামক রোগের বিস্তার রোধে মাংস প্রক্রিয়াজাতকরণ, সংরক্ষণ ও বিক্রয়ের ক্ষেত্রে পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা অত্যন্ত জরুরি। তারা ব্যবসায়ীদের দোকান ও বাজার এলাকায় স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান।

সভায় মাংস ব্যবসায়ীদের উদ্দেশ্যে প্রাণিসম্পদ  বিভাগ থেকে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয় এবং নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা বিষয়ে পরামর্শ প্রদান করা হয়।

মতবিনিময় সভায় বদরগঞ্জ থানার ওসি (তদন্ত) নুরুল আমিন সরকার, সাংবাদিকবৃন্দ, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা, স্থানীয় জনপ্রতিনিধি ও মাংস ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.