চট্টগ্রামের সীতাকুন্ডে সমুদ্রে ‘মা’ মাছ সংরক্ষণের জন্য গত ৪ অক্টোবর থেকে মাছ ধরা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। ঘোষিত নিষেধাজ্ঞা কার্যকর রাখতে উপজেলা মৎস্য অফিসের নেতৃত্বে গত চার দিনে আটটি অভিযান পরিচালিত হয়েছে।
অভিযানে মোট ১৬ জন জেলে আটক হয়। এর মধ্যে ১০ জনকে ২৯ হাজার টাকা জরিমানা, ৬ জনকে কারাগারে প্রেরণ, একটি মাছ ধরার নৌকা জব্দ এবং প্রায় ৮ হাজার মিটার অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এসব ব্যবস্থা গ্রহণ করা হয়। অভিযান পরিচালনা করেন উপজেলা মৎস্য অফিস। এ সময় সহকারী কমিশনার (ভূমি), কোস্টগার্ড ও নৌ-পুলিশ সহযোগিতা করেন।
উপজেলা মৎস্য কর্মকর্তা মোতাছিম বিল্লা জানান, “সমুদ্রে অবৈধভাবে জাল বসানোর দায়ে জেলেদের আটক ও জরিমানা করা হয়েছে। আগামী ২২ দিন মা মাছ সংরক্ষণের স্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।”
এ অভিযানের মাধ্যমে স্থানীয় জেলেদের মধ্যে সচেতনতা বাড়ানোর পাশাপাশি মাছের প্রজনন মৌসুমে মাছ শিকার বন্ধে কঠোর অবস্থানের বার্তা দেওয়া হয়েছে বলে মৎস্য অফিস সূত্রে জানা গেছে।