নাটোরের লালপুরের একটি মাদক মামলায় মোছা. হাসিনা (৩৯)নামের একজনের যাবজ্জীবন এবং হেলাল উদ্দিন (৩২) নামের একজনের ৫ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। বুধবার (৮ অক্টোবর) দুপুরে এই রায় ঘোষণা করেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ-২য় মো. রেজাউল করিম। দণ্ডপ্রাপ্ত মোছা. হাসিনা (৩৯) লালপুর উপজেলার মোহরকয়া গ্রামের শওকত থান্দারের স্ত্রী এবং হেলাল উদ্দিন (৩২) একই এলাকার জনৈক নাহিদ উদ্দিন মন্ডলের ছেলে।
নাটোর জজ কোর্টের পিপি অ্যাডভোকেট আব্দুল কাদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে ২০২০ সালের ১৫ জুন লালপুর থানার মোহরকয়া পূর্ব পাড়া গ্রাম থেকে মাদকদ্রব্য হেরোইন বিক্রয়কালে মোছা. হাসিনা এবং হেলাল উদ্দিনকে হেরোইন এবং হিরোয়িন বিক্রির কিছু নগদ টাকা সহ গ্রেপ্তার করে পুলিশ। এরপর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর পুলিশ গ্রেপ্তারদের আদালতের মাধ্যমে জেলে পাঠানো হয়।
পরে পাঁচ বছর ধরে মামলার সাক্ষী গ্রহণ এবং শুনানির পর আসামিদের উপস্থিতিতে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. রেজাউল করিম মোছা. হাসিনাকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা করেন। অনাদায় আরো এক বছর কারাদণ্ড প্রদান করেন আদালত। অপর আসামি হেলাল উদ্দিনকে ৫ বছর সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা করেন-অনাদায় আরো এক বছর সশ্রম কারাদণ্ড প্রদান করেন।