চট্টগ্রামের সীতাকুণ্ডে অজ্ঞাত একটি গাড়ির চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার রাত ১১টার দিকে ফৌজদারহাট বন্দর লিংক রোডে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, চট্টগ্রামের আগ্রাবাদ এলাকার আবদুর রবের পুত্র অনিক (৩০) ও সোহান (২৬)।
ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির সূত্রে জানা গেছে, বন্দর লিংক রোডের চিটাগাং ফিলিং স্টেশনের সামনে অজ্ঞাত একটি গাড়ির ধাক্কায় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত দুজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। তবে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।
ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ সোহেল রানা জানান, “দুর্ঘটনায় আরোহীরা শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত পান, যার ফলে তাদের মৃত্যু হয়।”