× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

দৌলতপুরে অস্ত্রসহ মাদক উদ্ধার, আটক ২

রাকিব আলী, কুষ্টিয়া (দৌলতপুর)

০৯ অক্টোবর ২০২৫, ১৫:১৩ পিএম

ছবি: সংগৃহীত।

কুষ্টিয়ার দৌলতপুরে পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর পৃথক অভিযানে দুটি অবৈধ অস্ত্র, গুলি এবং গাঁজাসহ ২ জনকে আটক করেছে। অভিযানে ১টি দেশীয় ওয়ান শুটার গান,  ১টি বিদেশি পিস্তল, ১ টি ম্যাগাজিন, ১ রাউন্ড গুলি এবং ২ কেজি গাজা জব্দ করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, ৯ অক্টোবর ভোর সাড়ে ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের ডাংমড়কা গ্রামে একটি বাড়িতে অভিযান চালায় দৌলতপুর থানার এস আই বিপ্লব, এস আই লিংকন সরকার সহ সঙ্গীয় ফোর্স। অভিযানে ঐ বাড়ির শয়নকক্ষ থেকে ১টি দেশীয় ওয়ান শুটার গানসহ মাহাবুল ইসলাম (৫২) নামে একজনকে আটক করা হয়। এ সময় তার ছেলে হিরো (৩২) পালিয়ে যায়। মাহাবুল ইসলাম ওই গ্রামের মৃত ইয়াদ আলীর ছেলে।

এরপর একইদিন সকাল সাড়ে ৬টার দিকে, কুষ্টিয়া ৪৭ বিজিবির মহিষকুন্ডি বিওপির দায়িত্বপূর্ণ হাতিশালা এলাকায় টহলকালে বিজিবির একটি দল ফিরোজ খান (৫৬) নামের এক মাদক কারবারিকে ২ কেজি গাঁজাসহ আটক করে। ফিরোজ খান ভাগজোত গ্রামের মৃত ফয়েজ মাস্টারের ছেলে। এ সময় তার সাথে থাকা হোসেন উদ্দিন (২৫) ও বাবুল (৩০) পালিয়ে যায়।

এর আগে ৮ অক্টোবর রাত ৮টার দিকে, ৪৭ বিজিবির চল্লিশ পাড়া বিওপির আওতাধীন আলিমডোবা এলাকায় টহলকালে বিজিবি সদস্যরা মালিকবিহীন অবস্থায় একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও এক রাউন্ড গুলি উদ্ধার করে। পরে বিজিবি আসামীসহ অস্ত্র ও মাদক দৌলতপুর থানায় সপর্দ করে।

দৌলতপুর থানার ওসি সোলায়মান শেখ বলেন, আমাদের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অস্ত্রসহ ১ জনকে আটক করেছে। এছাড়াও বিজিবির পৃথক অভিযানে মালিকবিহীন অবস্থায় অস্ত্র এবং গাঁজাসহ ১ জনকে আটক করে থানায় পাঠানো হয়। আমরা তাদের বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে মামলা দিয়ে আদালতে পাঠিয়েছি।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.