× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

রামগড় পৌরসভার বাজেট ঘোষণা

মো. মাসুদ রানা, রামগড় (খাগড়াছড়ি)

০৯ অক্টোবর ২০২৫, ১৫:২৯ পিএম

ছবি: সংগৃহীত।

খাগড়াছড়ির রামগড় পৌর শহরের উন্নয়নে দীর্ঘমেয়াদী টেকসই প্রকল্প গ্রহণ এবং সঠিকভাবে তা বাস্তবায়নের উপর গুরুত্ব আরোপ করে পৌরসভার বাজেট ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) রামগড় পৌরসভার ২০২৫-২৬ অর্থ বছরের বাজেট ঘোষণা উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় বক্তারা টেকসই দীর্ঘ মেয়াদী উন্নয়নের উপর গুরুত্বারোপ করে বক্তব্য দেন।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক কাজী শামীম এর সভাপতিত্বে পৌরসভার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় তিনি ৭২ কোটি ৪১ লক্ষ ৪৮ হাজার ৪২০ টাকার বাজেট ঘোষণা করেন।

সভার শুরুতে পৌরসভার হিসাব রক্ষক মো. শাহ আলম ২০২৫-২৬ অর্থবছরে রামগড় পৌরসভার উন্নয়ন পরিকল্পনা সমূহ সকলের সামনে উপস্থাপন করেন। 

বাজেটে স্বাস্থ্য ও পয়ঃপ্রণালি, শিক্ষা, স্বাস্থ্য, আইসিটি, বিদ্যুৎ, সংস্থাপন ব্যয়, কর আদায় খরচ, জাতীয় দিবস উদ্যাপন, খেলাধুলা, সাংস্কৃতিক, সাহায্য-সহযোগিতা, দুর্যোগ ব্যবস্থাপনা, জরুরি ত্রাণ, পানি শাখার ব্যয়, মার্কেট, যাত্রী ছাউনী, সড়ক-ড্রেন নির্মাণ, উন্নয়ন ও প্রকল্প ব্যয় ধরা হয়েছে ৬৬ কোটি ৬০ লাখ টাকা।

সভায় অন্যেদের মধ্যে রামগড় থানার ওসি মো. মঈন উদ্দিন, রামগড় সরকারি ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ মংসাজাই মারমা, উপজেলা প্রকৌশলী নাঈমুল ইসলাম, সমাজ সেবা অফিসার আজিজুর রহমান,যুব উন্নয়ন  অফিসার তানভির রহমান সিদ্দিকি, সাবেক শিক্ষা অফিসার রামেশ্বর শীল সহ জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তবর্গ, শিক্ষক, মুক্তিযোদ্ধা ও বিভিন্ন বিভাগের সরকারি কর্মকর্তা ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.