× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

জীবননগরে এ্যানি এন্টারপ্রাইজ, শীলা বীজ ভাণ্ডার ও গ্রীন লাইফ সীডসকে জরিমানা

আব্দুল্লাহ আল মামুন।

০৯ অক্টোবর ২০২৫, ১৬:৪৬ পিএম

ছবি: সংবাদ সারবেলা।

চুয়াডাঙ্গার জীবননগরে বীজের প্যাকেট আমদানিকারকের তথ্য ও মূল্য না থাকায় এবং বেশি দামে সার বিক্রি করায় তিন প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ১১টা থেকে দেড়টা পর্যন্ত জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান অভিযান চালিয়ে এই জরিমানা আদায় করেন।

মোহাম্মদ মামুনুল হাসান জানান, আজ বৃহস্পতিবার বেলা ১১টা থেকে দেড়টা পর্যন্ত জীবননগর বাজারে বীজ, কীটনাশক, ও মুদি দোকানে অভিযান পরিচালনা করা হয়। এ সময় বীজের প্যাকেট আমদানিকারকের তথ্য, মূল্য ও বীজ সম্পর্কিত অন্যান্য প্রয়োজনীয় তথ্য না থাকায় জন্য ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৭ ধারায় মেসার্স শীলা বীজ ভান্ডারকে ২৫ হাজার ও মেসার্স গ্রীন লাইফ সীডসকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া বেশি  দামে সার বিক্রি করায় একই আইনের ৪০ ধারায় মেসার্স এ্যানি এন্টারপ্রাইজকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয় । 

চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আরও জানান, অভিযানের সময় তাদের মূল্য-তালিকা হালনাগাদ করা, নির্ধারিত ও যৌক্তিক মূল্য পণ্য ক্রয়-বিক্রয়, মেয়াদোত্তীর্ণ ও মানহীন পণ্য/ওষুধ/বীজ বিক্রয় না করার জন্য নির্দেশনা প্রদান করা হয়। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে সার্বিক সহযোগিতায় ছিলেন চুয়াডাঙ্গা জেলা বীজ প্রত্যয়ন কার্যালয় বহিরাঙ্গন অফিসার সালমা জাহান নিপা, ক্যাব প্রতিনিধি মো. রফিকুল ইসলাম ও চুয়াডাঙ্গা জেলা পুলিশের একটি দল।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.