পটুয়াখালীর দুমকিতে ৫০ গ্রাম গাঁজাসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের চরবয়রা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে গতকাল বুধবার রাত সাড়ে আটটার দিকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- ৯নং ওয়ার্ডের মৃত আলতাফ মৃধার পুত্র মো. রুবেল মিয়া (৩০) ও একই ওয়ার্ডের জাফর ফকিরের পুত্র মো. মিরাজ (২৫)।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের কাছ থেকে ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারণি এর ১৯(ক) ধারায় মামলা দায়ের করা হয়েছে।
এ ব্যাপারে দুমকি থানার অফিসার ইনচার্জ জাকির হোসেন জানান,আটক দুই আসামিকে বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।