× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

জোরপূর্বক জমি দখল করে মাছ চাষ

রামপাল (বাগেরহাট) প্রতিনিধি

০৯ অক্টোবর ২০২৫, ১৭:২৯ পিএম

রামপালে মৎস্যঘেরের বাঁধ কেটে জোরপূর্বক জমি দখলে নিয়ে মাছ চাষের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় বাগেরহাটের বিজ্ঞ আদালতে ভুক্তভোগী পারভীন বেগম বাদী হয়ে একটি পিটিশন মামলা দায়ের করেছেন। আদালত মামলাটি তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভিজিৎ চক্রবর্তী নির্দেশ দিয়েছেন।

মামলা সূত্রে জানা গেছে, উপজেলার চাকশ্রী বাজার এলাকার লোকমান মোল্লা এসএ ১২, ৪৩৩ ও ১৬৭ খতিয়ানের বর্তমান বিআরএস ৩৯০ খতিয়ানের ১৭৭ দাগের ০.৫৭ একর জমি গত ইংরেজি ১১-০৩-২০১৯ তারিখে ৫২২ নং কোবলামূলে ক্রয় করে ভোগদখল করে আসছিলেন। পরবর্তীতে লোকমান মোল্লা বিদেশে যাওয়ার সময় তার বোন পারভীন বেগমকে জমি ও ঘের রক্ষণাবেক্ষণের জন্য আমমোক্তারনামা দেন। পারভিন ওই জমি ২০১৯ সাল থেকে দেখভাল করে আসছেন। কিন্তু ওই জমি গত ৮/৯ মাস পূর্বে জোরপূর্বক একই এলাকার বাসিন্দা মো. বাচ্চু শেখ ঘেরভরা মাছসহ দখল করে নেন। এ ছাড়াও ওই ঘের দখলের পূর্বে বাচ্চু ভুক্তভোগী পারভীনের নিকট একলক্ষ টাকা চাঁদা দাবি করেন। চাঁদার টাকা না পেয়ে বাচ্চু শেখ তার জমির পাশে থাকা পারভীনের ঘেরের বেড়িবাঁধ কেটে দিয়ে নিজের ঘেরের সাথে মিশিয়ে দেয়। এতে পারভীনের প্রায় ৩ লক্ষ টাকার ক্ষতি হয় বলে মামলার আর্জিতে উল্লেখ করেন। এ বিষয়ে অভিযুক্ত বাচ্চু শেখের নিকট জানতে চাইলে তিনি সকল অভিযোগ অস্বীকার করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা অভিজিৎ চক্রবর্তী জানান, আমি তদন্ত শুরু করেছি। আরো অধিকতর তদন্ত করে রিপোর্ট দিব।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.