× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

হতদরিদ্র পরিবারের মাঝে চাল বিতরণ

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি

০৯ অক্টোবর ২০২৫, ১৭:৪৯ পিএম

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আলীনগর ইউনিয়নে হতদরিদ্র পরিবারের মাঝে ভিডব্লিউবি (ঠডই) কর্মসূচির চাল বিতরণ করা হয়েছে। আজ দুপুরে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন কমলগঞ্জ উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার শামসুন্নাহার পারভিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলীনগর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত প্যানেল চেয়ারম্যান নির্জনা আক্তার হেনা।

এসময় উপস্থিত ছিলেন ইউপি সচিব মো. শহিদুর রহমান, ইউপি সদস্য রইস আলী, জসিম উদ্দিন, তবিরুন নেছা, সত্যজিত সিংহসহ সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

উপস্থিত নেতৃবৃন্দ বলেন, দারিদ্র্য বিমোচন ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকার বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। তারই ধারাবাহিকতায় এই ভিডব্লিউবি চাল বিতরণ দরিদ্র জনগোষ্ঠীর জন্য সহায়ক ভূমিকা রাখবে।

উল্লেখ্য, ভিডব্লিউবি (ঠঁষহবৎধনষব ডড়সবহ ইবহবভরঃ) কর্মসূচি হলো সরকারের একটি সামাজিক নিরাপত্তা উদ্যোগ, যার মাধ্যমে হতদরিদ্র নারীদের বিনামূল্যে চালসহ বিভিন্ন সুবিধা প্রদান করা হয়। এ কর্মসূচির আওতায় আলীনগর ইউনিয়নের মোট ১৭৩ জন হতদরিদ্র নারী উপকারভোগীর মধ্যে চাল বিতরণ করা হয়েছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.