মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ৬নং আলীনগর ইউনিয়নের চিতলিয়া কালিছালি আবাসন প্রকল্পে ইসলামী শিক্ষার আলো ছড়াতে উদ্বোধন করা হলো ইসলামি শিক্ষা কার্যক্রম মক্তব। আলীনগর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নির্জনা আক্তার হেনা, তার প্রচেষ্টা ও মানবিক চিন্তা থেকে এ উদ্যেগ নিয়ে ইসলামি শিক্ষার কার্যক্রম শুরু করেছেন।
মক্তবের মাধ্যমে আবাসনের হতদরিদ্র শিশুদের ইসলামী শিক্ষা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধের আলোয় আলোকিত করার পথ উন্মুক্ত হবে বলে আশা করছেন স্থানীয় বাসিন্দারা। ।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা শ্রমিক কল্যান ফেডারেশন এর সভাপতি মাওলানা আব্দুস সালাম, কমলগঞ্জ উপজেলা ছাত্রদলের সভাপতি কামরুল হাসান, সমাজসেবক আব্দুল আহাদ, এবাদুর রহমান জেস,আলীনগর ইউনিয়নের মহিলা ইউপি সদস্য তবিরুন্নেছা,মক্তবের শিক্ষক হাফেজ ইসমাঈল হোসেন।
অনুষ্ঠানে ভারপ্রাপ্ত চেয়ারম্যান নির্জনা আক্তার হেনা বলেন, ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে যে সম্মানী পাই, তা এই ইসলামী শিক্ষাকেন্দ্রে দান করবো। আমার লক্ষ্য এই মক্তবের মাধ্যমে দরিদ্র শিশুদের মাঝে ইসলামী শিক্ষা ও নৈতিকতার আলো ছড়িয়ে দেওয়া।