× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মতলব উত্তরে হিন্দু সম্প্রদায়ের লোকজন বিএনপিতে যোগদান

 মো. তুহিন ফয়েজ, মতলব

০৯ অক্টোবর ২০২৫, ২০:১১ পিএম

ছবি: সংগৃহীত।

মতলব উত্তর উপজেলার এখলাছপুর ইউনিয়নের বিভিন্ন জায়গায় বসবাসরত ৩ শতাধিক হিন্দু সম্প্রদায়ের লোকজন বিএনপিতে যোগদান করেছে। বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ড. মোহাম্মদ জালাল উদ্দিনের হাতে ফুল দিয়ে হিন্দু ধর্মালম্বীরা দলে যোগদান করেন।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকেলে এখলাছপুর পাটোয়ারী বাড়ীতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে ঘরে ঘরে জনে জনে কর্মসূচীতে অনুষ্ঠিত ওঠান বৈঠক চলাকালে এ হিন্দু সম্প্রদায়ের ৫ শতাধিক নারী- পুরুষ বিএনপিতে যোগদান করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ড. মোহাম্মদ জালাল উদ্দিন বলেন, ‘সনাতন হিন্দু সম্প্রদায়কে বলবো আপনারা এদেশের মানুষ। নিজেদেরকে সংখ্যালঘু মনে না করে আপনারা মনে করবেন এ দেশের নাগরিক এবং স্বাধীন মনে করবেন। তাই সমানভাবে নাগরিক অধিকার আপনারা ভোগ করবেন।

বিএনপিতে যোগদানের মাধ্যমে আপনারা এটাই প্রমান করলেন, যে সনাতন ধর্মাবলম্বীরা কোন গোষ্ঠি ভোট ব্যাংক নয় আপনারা সবার এবং যাকে খুশী তাকেই এতোদিন আপনারা ভোট দিয়ে আসছেন এবং আগামী নির্বাচনে একটি নতুন বাংলাদেশ গড়তে ধানের শীষে ভোটদিয়ে  বিএনপিকে রাষ্ট্রক্ষমতায় আনবেন বলে বিশ্বাসকরি ।

এখলাছপুর ইউিনয়ন বিএনপি ও অংগ সহযোগী সংঠনের আয়োজনে ইউনিয়ন বিএনপির সভাপতি মো. জুয়েল পাটোয়ারীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. কবির হোসেনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা বিএনপির সদস্য মো: আলমগীর সরকার।

আরো বক্তব্য রাখেন, মতলব উত্তর উপজেলা বিএনপির সহসভাপতি  আব্দুল গণি তপদার, সাবেক সাংগঠনিক সম্পাদক মিয়া মনজুর আমিন সপন, উপজেলা ছাত্রদলের আহবায়ক নুরুল হুদা ফয়েজি, সদস্য সচিব মো. জয়নাল পাটোয়ারী পিনু, মহিলা দলের সভাপতি ফারজানা সরকার, বিএনপি নেতা কাসেম মোল্লিক, জাফর, এখলাছপুর ইউনিয়ন যুবদলের সভাপতি আব্দুল জলিল, সাধারণ সম্পাদক আলইমরান সায়মনসহ আরো আনেকে।

এসময় মতলব উত্তর উপজেলা ও বিভিন্ন ইউনিয়ননের বিএনপি,যুবদল ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.