× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

নলছিটির স্বাস্থ্য খাত সংস্কার আন্দোলন স্থগিত

মো. মোস্তাফিজুর রহমান রিপন, নলছিটি (ঝালকাঠি)

০৯ অক্টোবর ২০২৫, ২০:৫০ পিএম

ছবি: সংগৃহীত।

ঝালকাঠির নলছিটিতে উপজেলা স্বাস্থ্য খাত সংস্কারের ১২ দফা দাবিতে গত ৬ অক্টোবর থেকে চারদিন যাবত স্বাস্থ্য খাত সংস্কার আন্দোলনের ব্যানারে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করে। জেলা স্বাস্থ্য দপ্তর ও উপজেলা প্রশাসনের দাবি মেনে নেয়ার আশ্বাসে আপাতত সাত দিনের জন্য আন্দোলন স্থগিত ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) সকাল ১১ টায় উপজেলা প্রশাসন ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা দপ্তরের সাথে বৈঠকে বসেন আন্দোলনকারীরা। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা লাভলী ইয়াসমিন ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শিউলি পারভীনের সাথে ১২ দফা দাবি নিয়ে কথা বলেন আন্দোলনকারীরা।

তারা হাসপাতালের নানা অনিয়ম ও সমস্যা তুলে ধরেন। তাদের বক্তব্য শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা সম্ভাব্য কিছু দাবির যেগুলো স্থানীয়ভাবে সংস্কার করা সম্ভব সেগুলো বাস্তবায়নে হাসপাতাল কর্তৃপক্ষকে সাত কার্যদিবস পর্যন্ত সময় দিতে বলেন, ঝালকাঠির সিভিল সার্জন ডাঃ হুমায়ূন কবির সহ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা দপ্তরের সাথে উপজেলা নির্বাহী কর্মকর্তার আশ্বাস পেয়ে আন্দোলনকারীরা এতে রাজি হন এবং তাদের চলমান অবস্থান কর্মসূচি আপাতত সাত কার্যদিবস পর্যন্ত স্থগিত ঘোষণা করেন।

এসময় আন্দোলনের মূখ্য সংগঠক সাথী আক্তার, ইমরান হোসেন, মারজান খান, সেচ্ছাসেবী সংগঠন নেতা শাহাদাৎ ফকির সহ সকল আন্দোলনকারীরা উপস্থিত ছিলেন। বৈঠক শেষে এক বিজ্ঞপ্তিতে তারা বলেন, আপনারা অবগত আছেন যে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ স্বাস্থ্য খাতের মূমুর্ষু অবস্থা থেকে সাড়িয়ে তুলতে স্বাস্থ্য খাত সংস্কারের ১২ দফা দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করে আসছিলাম। টানা চতুর্থদিনের মতো অবস্থান কর্মসূচি পালনের মধ্যে জেলা সিভিল সার্জন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার সাথে কয়েক দফা আলোচনা হয়েছে। সর্বশেষ নলছিটির উপজেলা নির্বাহী কর্মকর্তা লাভলী  ইয়াসমিন এবং স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শিউলি পারভীনের সাথে আমাদের এক দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়।

সভায় আন্দোলনের দাবিসমূহ মানার মৌখিক আশ্বাসের প্রেক্ষিতে আপাতত সাত কার্যদিবসের আল্টিমেটাম দেওয়া হয়েছে। সাত কার্যদিবস পর্যন্ত আপাতত আমাদের অবস্থান কর্মসূচি স্থগিত থাকবে।তবে এই সাত দিনে দাবি বাস্তবায়নে দৃশ্যমান অগ্রগতি দেখাতে না পারলে আমাদের অবস্থান কর্মসূচি ফের চলমান থাকবে এবং পরবর্তীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.