× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

রুপবান শিম চাষে সাফল্য

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

১১ অক্টোবর ২০২৫, ১২:১২ পিএম

চট্টগ্রামের সীতাকুণ্ডে রুপবান শিমের চাষ কৃষকদের জীবনে এনেছে নতুন সম্ভাবনা। স্বাদে ও গুণে অনন্য এই জাতের শিম বর্তমানে দেশীয় বাজারের পাশাপাশি বিদেশেও জনপ্রিয় হয়ে উঠেছে। উপজেলার পৌরসভা, মুরাদপুর, বারৈয়ারঢালা, বাড়বকুন্ড ও কুমিরা ইউনিয়নের পাহাড়ের ঢালে, উঁচু ও উর্বর জমিতে প্রায় ২৫ হেক্টর জমিতে রুপবান শিমের আবাদ হচ্ছে। স্থানীয় কৃষকদের মতে, খরচ কম ও লাভ বেশি হওয়ায় এই চাষে আগ্রহ দিনদিন বাড়ছে। এপ্রিল মাসে বীজ বপনের তিন মাসের মধ্যেই ফলন শুরু হয় এবং অক্টোবর-নভেম্বরেই বাজারজাত করা যায়।

বাড়বকুন্ডের কৃষক রিপন ও মুরাদপুরের কৃষক নুরুল হুদা জানান, “উঁচু মাটিতে সারাবছরই রুপবান শিম চাষ করা যায়। প্রতি কেজি শিম প্রকারভেদে ৭০ থেকে ১০০ টাকায় বিক্রি হয়।”

স্থানীয় কয়েকজন বেপারি বলেন, “দেশ-বিদেশে এই শিমের চাহিদা বেশি হওয়ায়, কৃষকের কাছ থেকে কিনে পাইকারদের কাছে পাঠানো হয় ১৫০ থেকে ২০০ টাকায়।”

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. হাবিব উল্লাহ বলেন, “লাভজনক হওয়ায় রুপবান শিম চাষে কৃষকের আগ্রহ বেড়েছে। গত বছর প্রায় ১৫০ মেট্রিক টন রুপবান শিম উৎপাদিত হয়েছে।”

রুপবান শিম এখন শুধু কৃষকের নয়, সীতাকুণ্ডের কৃষি ও অর্থনীতির নতুন সম্ভাবনার প্রতীক হয়ে উঠেছে।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.