× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মা ইলিশ সংরক্ষণে জনসচেতনতা

মাদারীপুর প্রতিনিধি

১১ অক্টোবর ২০২৫, ১২:২১ পিএম

ইলিশের প্রধান প্রজনন মৌসুম উপলক্ষে মা ইলিশ সংরক্ষণ কার্যক্রমের অংশ হিসেবে জনসচেতনতা সভা অনুষ্ঠিত হয়েছে। মাদারীপুর সদর উপজেলায় গত বৃহস্পতিবার সকালে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ে এই জনসচেতনতা সভার আয়োজন করা হয়। পৌরসভা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই সভায় উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা ড. মো.হাদিউজ্জামান, সিনিয়র মৎস্য কর্মকর্তা তুষার মজুমদার, জামায়াত নেতা আবদুর রহিম, পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা খন্দকার আবু আহমদ ফিরোজ ইলিয়াসসহ স্থানীয় জেলে ও তাদের পরিবারের সদস্যরা। সভা শেষে পৌর এলাকার ৫৪ জন কার্ডধারী জেলের মাঝে ২৫ কেজি করে চাল বিতরণ করা হয়।

মা ইলিশ সংরক্ষণের অংশ হিসেবে আগামী ২২ দিন (৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত) মাদারীপুর জেলার নদ-নদী ও মোহনায় ইলিশসহ সকল প্রকার মাছ আহরণ এবং সারাদেশে ইলিশ পরিবহন, মজুদ, বাজারজাত, ক্রয়-বিক্রয় ও বিনিময় সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। বক্তারা বলেন-“ইলিশ বাংলাদেশের জাতীয় মাছ। মা ইলিশ রক্ষা করলে আগামী প্রজন্ম পাবে প্রাচুর্যের আশীর্বাদ।”


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.