× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

খুচরা সার ব্যবসায়ীদের নতুন কমিটি গঠন

রামগড়(খাগড়াছড়ি)প্রতিনিধি

১১ অক্টোবর ২০২৫, ১২:৫৩ পিএম

খুচরা সার বিক্রেতা এ্যাসোসিয়েশন অব বাংলাদেশের খাগড়াছড়ির রামগড় উপজেলা শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে। রামগড় উপজেলা প্রেসক্লাবের হলরুমে গতকাল শুক্রবার (১০ অক্টোবর) বিকালে এই কমিটি গঠন করা হয়। কৃষকের প্রকৃত বন্ধু কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আইডি কার্ড ধারী খুচরা সার বিক্রেতাদের রামগড় উপজেলা শাখার সাধারণ সভায় দুই বছর মেয়াদের ১১ সদস্যের নতুন কমিটি গঠন করা হয়েছে।  

পূর্ব কমিটির সভাপতি সিরাজুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সাধারণ সভায়  প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সম্পাদক মোশারফ হোসেন। 

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশে সার ব্যবস্থাপনায় বড় সমস্যা সৃষ্টিকরে বৈষম্যমূলক নিয়মে নিয়োগ প্রাপ্ত এবং পরিচালিত বিএডিসি’ র সার ডিলাররা। বিসিআইসি’র সার ডিলার ও খুচরা সার বিক্রেতাদের কঠোর তদারকি এবং নিয়মের মধ্য দিয়ে ব্যবসা করতে হয়। তাদের জামানত যথাক্রমে দুই লক্ষ ও ত্রিশ হাজার টাকা অন্যদিকে বিএডিসি’র সার ডিলারের জামানত মাত্র ২৫০০০ টাকা। প্রতি ইউনিয়নেরর বিসিআই সি’র প্রতিটি ডিলারের বরাদ্দের ৫০% ইউরিয়া ও নন-ইউরিয়া সার ঐ এলাকার খুচরা বিক্রেতারা সম্মিলিতভাবে ক্রয় করে কৃষকের মাঝে বিক্রি করে। অবশিষ্ট ৫০% সার ঐ বিসিআইসির ডিলার কৃষকের মাঝে সরাসরি বিক্রি করে। কিন্তু একজন বিএডিসি’র সার ডিলার এক জন বিসিআইসি’র সার ডিলারের সমান নন-ইউরিয়া বরাদ্দ পেলেও খুচরা বিক্রেতাদের নিকট সার বিক্রি না করার করনে তাদের কাছে বেশি নন-ইউরিয়া সার মজুদ হয় এবং এই সব অতিরিক্ত নন-ইউরিয়া সার বিএডিসি’র ডিলারগন সিন্ডিকেট করে কৃত্রিম সংকট সৃষ্টি করে বেশি দামে বিক্রি করে। এই দেশে শুধু নন-ইউরিয়া সারের সংকট সৃষ্টি হয়ে দাম বেড়ে যায়। এর থেকে প্রমাণিত সার সংকটে মূল কারন  বৈষম্যমূলক নিয়মে নিয়োগপ্রাপ্ত ডিএডিসি’র সার ডিলাররা। 

অন্য দিকে খুচরা বিক্রেতারা সীমিত বরাদ্দের সার দিয়ে তৃণমূল পর্যায়ে কৃষকের মাঝে নগদ ও বাকীতে বিক্রি করে কৃষকের প্রকৃত বন্ধুর ভূমিকা পালন করে আসছে। 

অথচ নতুন নীতিমালায় নাকি খুচরা সার বিক্রেতার নামে কিছুই থাকবেনা। এত বছরের ব্যবসা বন্ধ হলে এই দেশের প্রায় চল্লিশ হাজার খুচরা বিক্রেতা পরিবার নিঃস্ব হয়ে পথে দাঁড়াবে। সরকারকে নতুন নীতিমালা বাস্তবায়ন না করার আহ্বান করেন।

সর্বশেষ উপস্থিত সকলের মতামত ও সম্মতিতে আবুল কাশেমকে সভাপতি ও মো.আলাউদ্দিকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট কমিটি নির্বাচন করা হয়। কমিটির অন্যরা হলেন সহ-সভাপতি পদে মো. হানিফ, সহ সাধারণ সম্পাদক পদে মির হোসেন এবং কোষাধ্যক্ষ পদে নজরুল ইসলাম প্রমুখ।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.