× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

নোয়াখালীকে স্বতন্ত্র প্রশাসনিক বিভাগ করার দাবি

ডেস্ক রিপোর্ট।

১১ অক্টোবর ২০২৫, ১৩:৩৫ পিএম

নোয়াখালীকে নবম স্বতন্ত্র প্রশাসনিক বিভাগ ঘোষণার দাবি জানিয়েছে গ্রেটার নোয়াখালী ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন।

শনিবার (১১ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবে সামনে আয়োজিত এক সমাবেশে এ দাবি জানানো হয়। সমাবেশে যৌথভাবে ঢাকাস্থ নোয়াখালী স্টুডেন্ট অ্যাসোসিয়েশন, ড. মোস্তফা হাজের ফাউন্ডেশনসহ বিভিন্ন অঙ্গসংগঠন উপস্থিত ছিল।

সমাবেশ ঘিরে সকাল থেকে প্রেসক্লাব এলাকায় নোয়াখালী বিভাগে করার দাবি জানিয়ে লোকজন উপস্থিত হতে থাকেন। এ সময় ‘দাবি মোদের একটাই, নোয়াখালী বিভাগ চাই’, ‘বিভাগ বিভাগ বিভাগ চাই, নোয়াখালী বিভাগ চাই’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন তারা।

সমাবেশে অংশগ্রহণকারী সোহেল মিয়া বলেন, আমরা নোয়াখালীবাসী সবসময় দেশের বিভিন্ন উন্নয়নে যেসব দাবিদাওয়া, তার সঙ্গে এক ছিলাম। কিন্তু জনমতের সমর্থনের বাইরে গিয়ে কুমিল্লার সঙ্গে যুক্ত করে বিভাগ ঘোষণা করায় আমাদের সঙ্গে জুলুম করা হয়েছে। প্রশাসন যদি সত্যিকার অর্থে এই অঞ্চলের উন্নতি চায়, তাহলে দ্রুত নোয়াখালীকে স্বতন্ত্র বিভাগ ঘোষণার দাবি জানাচ্ছি।

আরেক অংশগ্রহণকারী মেহেদী হাসান বলেন, আমরা দেশের জিডিপিতে ৩৭ শতাংশ অবদান রেখেছি। আমরা প্রয়োজনে ৫০ শতাংশ অবদান রাখব, কিন্তু নোয়াখালীকে স্বতন্ত্র বিভাগ করতে হবে।

বক্তব্যে গ্রেটার নোয়াখালী ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশনের সদস্য নূরনবী বলেন, বাংলাদেশের একটি অন্যতম ঐতিহ্যবাহী জেলা নোয়াখালী। কিন্তু আমরা সবসময় বঞ্চনার শিকার হয়ে এসেছি। আওয়ামী লীগ সরকারের আমলে আমাদের বিভাগ ঘোষণা করা হয়নি। তাই অন্তর্বর্তীকালীন সরকার ও প্রধান উপদেষ্টার কাছে দাবি জানাচ্ছি, আমাদের দ্রুত স্বতন্ত্র বিভাগ ঘোষণা করা হোক।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.