× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মৎস্য বিভাগের অভিযানে জেলেদের হামলা

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি

১১ অক্টোবর ২০২৫, ১৪:২৫ পিএম

পটুয়াখালীর দুমকিতে ইলিশ শিকারবিরোধী অভিযানে মৎস্য বিভাগের টিমের ওপর সংঘবদ্ধভাবে জেলেদের হামলার ঘটনা ঘটেছে। উপজেলার আলগি এলাকায় পায়রা নদীতে গতকাল শুক্রবার (১০ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রজনন মৌসুমে নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকার বন্ধে মৎস্য বিভাগ ও পুলিশ যৌথভাবে নদীতে অভিযান চালায়। এ সময় অভিযানে থাকা কর্মকর্তারা কয়েকটি নৌকা ও জাল জব্দের চেষ্টা করলে আলগি এলাকার কিছু জেলে ও তাদের স্বজনরা লাঠিসোটা ও ইটপাটকেল নিয়ে ট্রলারের দিকে হামলা চালায়। তারা পুলিশ ও মৎস্য কর্মকর্তাদের লক্ষ্য করে ইট নিক্ষেপ করে।

হামলার মুখে অভিযানের ট্রলারটি নদীর আলগি চরে নিরাপদ দূরত্বে সরে গিয়ে অবস্থান নেয়। এতে বড় ধরনের হতাহতের ঘটনা না ঘটলেও ট্রলারের কয়েকটি অংশ ক্ষতিগ্রস্ত হয় বলে জানা গেছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুমকি ও পটুয়াখালী সদর থানা থেকে অতিরিক্ত পুলিশ পৌছে অভিযান টিমকে উদ্ধার করে।

উপজেলা মৎস্য দপ্তরের ফিল্ড অফিসার মো. সাইফুল ইসলাম জাানান, নিয়মিত অভিযানের অংশ হিসেবে তারা নদীতে গেলে হঠাৎ জেলেরা সংগঠিত হয়ে আক্রমণ চালায়। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষা কার্যক্রমের অংশ হিসেবে পটুয়াখালী জেলায় চলছে ২২ দিনের বিশেষ অভিযান। তবে কিছু এলাকায় জেলেদের প্রতিরোধের কারণে অভিযান কার্যক্রমে ঝুঁকি দেখা দিচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.