× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বিএনপির ৩১ দফা বাস্তবায়নে মতলব উত্তরে সভা

মো. তুহিন ফয়েজ, মতলব (চাঁদপুর)

১১ অক্টোবর ২০২৫, ১৯:০০ পিএম

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচরে বিএনপির জনসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ অক্টোবর) বিকেলে ছেংগারচর সরকারী মডেল উচ্চ বিদ্যালয় মাঠের জনসভায় অসংখ্য নারী-পুরুষের সমাগম ঘটে। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. জালাল উদ্দিন বলেন, চাঁদপুর ২ আসন হতে মনোনয়ন প্রত্যাশী সবাই একমঞ্চে আসুন এবং  বিএনপি কে আরো শক্তিশালী করুন। আমরা সবাই মিলে ভোটের মাধ্যমে এ আসনটি বিএনপিকে উপহার দিব।

তিনি বলেন, নিয়মিত উঠান বৈঠক ও বাড়ী বাড়ী গিয়ে মা-বোনদের কাছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমানের সালাম পৌঁছে দিচ্ছি। আমাদের প্রিয় ও আপসহীন নেত্রী খালেদা জিয়ার সালাম পৌঁছে দিচ্ছি। আপনারা যারা বৈরী আবহাওয়া উপেক্ষা করে জনসভায় উপস্থিত হয়েছেন আপনারা সবাই বাড়ী বাড়ী গিয়ে আগামী দিনের রাষ্ট্র নায়ক তারেক রহমানের সালাম পৌঁছে দিবেন।

নির্বচন সম্পর্কে তিনি বলেন, ফেব্রুয়ারীতে জাতীয় নির্বাচন। এই নির্বাচন আর আগের মতো হবে না, এই নির্বাচন রাতে নয় দিনে হবে। সাধারণ মানুষরা স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে পারবে।

জনসভায় প্রধান অতিথির বক্তব্যে  ড. জালাল উদ্দিন আরো বলেন, আন্দোলন সংগ্রামের মধ্যদিয়ে দেশ স্বৈরাচার মুক্ত, ফ্যাসিস্ট মুক্ত। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমান বলেছেন, সাধারণ মানুষ নিজের ভোট নিজে দিবে যাকে খুশি তাকে দিবে।

ছেংগারচর পৌর বিএনপি’র সভাপতি নান্নু মিয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধানের সঞ্চালনায় জনসভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা বিএনপি’র সদস্য  মো: আলমগীর সরকার।

আরো বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র সহ-সভাপতি এসএম জাহাঙ্গীর আলম প্রধান ও আব্দুল গনি তপাদার, সাবেক সাংগঠনিক সম্পাদক মিয়া মনজুর আমিন সপন, ছেংগারচর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক উজ্জল ফরাজী, উপজেলা হিন্দু সম্প্রদায়ের নেতা বলরাম গোস্বামী, উপজেলা মহিলা দলের সভাপতি ফারজানা সরকার, সমাজসেবক মাওলানা ড. আব্দুল মান্নান, আব্দুল হালিম মাষ্টার,উপজেলা ছাত্রদলের সদস্য সচিব জয়নাল পাটোয়ারী পিনু প্রমূখ।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.