বাংলাদেশ জামায়াতে ইসলামী বদরগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে মডেল বহুমুখী উচ্চ বিদ্যালয় হল রুমে ওয়ার্ড দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১অক্টোবর) বিকেলে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য, রংপুর-২ (বদরগঞ্জ-তারাগঞ্জ) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ১৪ বছরের কারা নির্যাতিত মজলুম জননেতা এটিএম আজহারুল ইসলাম।
তিনি বলেন, যারা মুখে ধর্মীয় সম্প্রীতির কথা বলেন, তারাই ক্ষমতায় থাকাকালে সংখ্যালঘুদের নিরাপত্তা সবচেয়ে বেশি হুমকির মুখে ফেলেছেন। এবারের পূজা তাদের সেই ব্যর্থতার বিপরীত চিত্র তুলে ধরেছে। ইসলাম কোনো বিদ্বেষ শেখায় না; বরং সবাইকে নিজ নিজ ধর্ম পালন করার অধিকার দেয়।
তিনি আরও বলেন, আমাদের রাজনীতি কেবল ক্ষমতার জন্য নয়। আমরা এমন এক সমাজ চাই, যেখানে সকলে প্রাপ্য অধিকার পাবে, বৈষম্য থাকবে না, ইনসাফভিত্তিক সমাজব্যবস্থা প্রতিষ্ঠিত হবে।
আগামী জাতীয় নির্বাচন প্রসঙ্গে জামায়াতের এই নেতা বলেন, বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব টিকবে কিনা, তার সিদ্ধান্ত হবে আগামী নির্বাচনে। জনগণ যেন যাকে পছন্দ করে, তাকে ভোট দিতে পারে এই পরিবেশ নিশ্চিত করতে হবে। ভোটকেন্দ্র দখল বা সন্ত্রাসের চেষ্টা করা হলে তা প্রতিহত করা হবে।