কুমিল্লার হোমনায় বিএনপির ৩১ দফা বাস্তবায়নে বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ ও পথ সভা করেছে কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহবায়ক ও কুমিল্লা-২ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী মো. আখতারুজ্জামান সরকার। গতকাল শনিবার সকাল থেকে বিকাল পর্যন্ত দলীয় নেতা কর্মীদের সাথে নিয়ে উপজেলার পৌরসদর, বাগমারা, দড়িচর, দুলালপুর ও রামকৃষ্ণপুর, মাথাভাঙ্গা সহ বিভিন্ন হাট-বাজার সহ প্রত্যন্ত অঞ্চলে লিফলেট বিতরণ পাশাপাশি পথসভা করেন। আখতারুজ্জামান সরকার বলেন, তারেক রহমানের ৩১ দফা হলো সংবিধান সংস্কারের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়া পুন:প্রতিষ্ঠা করা। এই ৩১ দফা রাষ্ট্র মেরামতের পরিকল্পনায় একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে মানুষের মধ্যে আশার সঞ্চার করেছে।
তিনি আরো জানান, আত্মনির্ভরশীল অর্থনীতি গড়ার পরিকল্পনা এবং কৃষি, শিক্ষা, স্বাস্থ্য খাতে বিনিয়োগের মাধ্যমে দেশের অর্থনীতির স্থিতিশীলতা আনবে। এ ছাড়া বেকার ভাতা চালু এবং যুব উন্নয়নের জন্য বিশেষ পদক্ষেপ গ্রহণের ফলে তরুণদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। তারেক রহমানের ৩১ দফা দেশের উন্নয়নে মাইলফলক হিসেবে কাজ করবে বলে তিনি জানান।