× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

গাজীপুরে পুলিশের উপর হামলা, আটক ২

গাজীপুর প্রতিনিধি

১১ অক্টোবর ২০২৫, ২০:৪৬ পিএম

ছবি: সংগৃহীত

গাজীপুরের  শ্রীপুরের ঢাকা ময়মনসিংহ মহাসড়কের জয়নাবাজার এলাকায়  ঢাকা গামী ইমাম পরিবহনের যাত্রীবাহী বাস কে অবৈধ পার্কিংয়ের দায়ে জরিমানা করায় মাওনা হাইওয়ে থানা পুলিশের ওপর হামলার ঘটনা ঘটে।

এই ঘটনায় অভিযুক্ত বাস চালকসহ দুজনকে আটক করেছে পুলিশ।  গত ১০অক্টোবর সকালে এ হামলার ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, ইমাম পরিবহনের যাত্রীবাহী বাসটি মহাসড়কের উপর অবৈধভাবে পার্ক করা ছিল। কর্তব্যরত মাওনা হাইওয়ে পুলিশ ট্রাফিক আইন ভঙ্গ করায় বাসটির বিরুদ্ধে রেকার বিল ধার্য করে। এ ঘটনাকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে বাস চালক ও সহযোগীদের বাগবিতণ্ডা শুরু হয়, যা একপর্যায়ে পুলিশের ওপর হামলায় পরিণত হয়।

মাওনা হাইওয়ে থানার ওসি আইয়ুব আলী জানান, পুলিশ দ্রুত ব্যবস্থা নিয়ে ঘটনার সঙ্গে জড়িত বাস চালকসহ দুজনকে ঘটনাস্থল থেকে আটক করেছে। তিনি আরও বলেন, ‘আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালনকালে পুলিশের ওপর হামলা একটি গুরুতর অপরাধ।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.