× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

পৌর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন

আতিকুর রহমান আতিক, গাইবান্ধা

১২ অক্টোবর ২০২৫, ১১:৩৪ এএম

গাইবান্ধা পৌর বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিল ও সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মো. শহীদুজ্জামান শহীদ (চেয়ার প্রতীক) এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মো. মোস্তাক আহমেদ (মোরগ প্রতীক)। এছাড়াও সাংগঠনিক সম্পাদক পদে মো. ফরিদুল ইসলাম (দেয়াল ঘড়ি ) ও মো. হুমায়ুন কবীর খান (হ্যারিকেন) নিয়ে নির্বাচিত হয়েছেন। 

গাইবান্ধা পাবলিক লাইব্রেরি অ্যান্ড ক্লাব মিলনায়তনে গতকাল শনিবার (১১ অক্টোবর) এ কাউন্সিলের আয়োজন করা হয়। পৌর শহীদ মিনার চত্বরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে শুরু হয় কাউন্সিলের আনুষ্ঠানিকতা।

এ সম্মেলনের প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির রংপুর বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক। উদ্বোধন করেন একই বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম।

পৌর বিএনপির আহ্বায়ক শহিদুজ্জামান শহীদের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিক, সাধারণ সম্পাদক মাহামুদুন নবী টিটুলসহ দলীয় নেতারা বক্তব্য রাখেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পৌর বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব মো. মোস্তাক আহমেদ মোস্তাক।

প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট কাজী আমিরুল ইসলাম ফকু জানান, সভাপতি পদে ৩ জন, সাধারণ সম্পাদক পদে ৩ জন এবং সাংগঠনিক সম্পাদক পদে ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ৯টি ওয়ার্ডের ৪৬৯ জন কাউন্সিলর ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনী ফলাফলে দেখা যায়, সভাপতি পদে মো. শহিদুজ্জামান শহীদ (চেয়ার প্রতীক) পেয়েছেন সর্বাধিক ২৫৮ ভোট, সাধারণ সম্পাদক পদে মো. মোস্তাক আহমেদ (মোরগ প্রতীক) পেয়েছেন ২৬১ ভোটে বিজয়ী হয়েছেন। সাংগঠনিক সম্পাদক পদে মো. ফরিদুল ইসলাম (দেয়াল ঘড়ি প্রতীক) ২৩৮ ভোটে ও মো. হুমায়ুন কবীর খান (হ্যারিকেন ঘড়ি প্রতীক) ১২৪ ভোটে নির্বাচিত হয়েছেন।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.