দোহাজারী পৌরসভার গ্রীন চাটার্ড স্কুল এন্ড কলেজে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প ও ব্লাড গ্রুপিং কর্মসূচি পালন করা হয়। গতকাল শনিবার(১১ অক্টোবর) সকাল থেকে কলেজ ক্যাম্পাসে ৩ শতাধিক শিক্ষার্থী ও অভিভাবকদের চিকিৎসা সেবা দেওয়া হয়। ৬ জন বিশেষজ্ঞ চিকিৎসক, ৬ জন নার্সের সার্বিক সহযোগীতায় আধাঁরে আলো (ব্লাড গ্রুপিং), খাগরিয়া ব্লাড গ্রুপিং কর্মসূচির উদ্বোধন করেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক শফিকুল ইসলাম রাহী। প্রতিষ্ঠাতা পরিচালক ও চেয়ারম্যান এম এ আলম সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিআইপি আবদুল মান্নান।
এছাড়া আলোচনায় অংশ নেন যথাক্রমে এড. রিদুয়ানুল হক, ওবায়দুল আকবর টুটুল, মো. ইউনূস, রোকন উদ্দীন আজম, মো. সোলাইমান, অধ্যক্ষ রাকিব হোসেন প্রমুখ পরিচালকরা।