× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

টেকসই মৎস্য চাষে নতুন উদ্যোগ

জুড়ী (মৌলভীবাজার) প্রতিনিধি

১২ অক্টোবর ২০২৫, ১২:০২ পিএম

মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলায় “কমিউনিটি বেজড্ ক্লাইমেট রেজিলিয়েন্ট ফিশারিজ এন্ড অ্যাকোয়াকালচার ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ” প্রকল্পের আওতায় স্থানীয় জলাশয়ে বিভিন্ন প্রজাতির মোট ২,১০০টি পোনা মাছ অবমুক্ত করা হয়েছে। উপজেলার দিলখোশ চা বাগান, লালছড়া, রুপাছড়া ও লাঠিটিলা গ্রামে মোট ১২টি নির্বাচিত পুকুরে গতকাল শনিবার (১১ অক্টোবর) এসব পোনা অবমুক্ত করা হয়। অবমুক্ত করা প্রজাতির মধ্যে ছিল- কালি বাউস ২০০টি, রুই ৫০০টি, মৃগেল ৩০০টি, কাতলা ৩০০টি, সিলভার কার্প ৭০০টি এবং ঘাসকার্প ১০০টি।

এ সময় উপস্থিত ছিলেন, ড. মো. আরিফ হোসেন, জেলা মৎস্য কর্মকর্তা, মৌলভীবাজার; ড. মো. আবুল হাসানাত, ন্যাশনাল প্রজেক্ট কো-অর্ডিনেটর, কমিউনিটি বেজড্ ক্লাইমেট রেজিলিয়েন্ট ফিশারিজ এন্ড অ্যাকোয়াকালচার ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ প্রজেক্ট; মো. সামছুউদ্দিন, প্রকল্প পরিচালক; এবং মো. মনিরুজ্জামান, উপজেলা মৎস্য কর্মকর্তা, জুড়ী, মৌলভীবাজার।

প্রকল্পটির মূল লক্ষ্য হলো জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলা করে স্থানীয় পর্যায়ে টেকসই মৎস্যচাষের সুযোগ সৃষ্টি করা। এর মাধ্যমে গ্রামীণ জনগোষ্ঠীর জীবিকা উন্নয়ন, খাদ্যনিরাপত্তা বৃদ্ধি এবং পরিবেশবান্ধব চাষ পদ্ধতির প্রচলন নিশ্চিত করা।

জেলা মৎস্য কর্মকর্তা ড. মো.আরিফ হোসেন বলেন, “এই প্রকল্পের মাধ্যমে আমরা জলবায়ু পরিবর্তনজনিত চ্যালেঞ্জ মোকাবেলায় স্থানীয় পর্যায়ে অভিযোজনমূলক উদ্যোগ বাস্তবায়ন করছি। স্থানীয় জলাশয়ে উপযোগী প্রজাতির মাছ চাষের মাধ্যমে উৎপাদন বাড়বে এবং জনগণের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি পাবে।”

উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মনিরুজ্জামান বলেন, “জলবায়ু পরিবর্তনের প্রভাবে আমাদের মৎস্যসম্পদ ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই জলবায়ু সহনশীল প্রযুক্তি ও বৈজ্ঞানিক চাষ পদ্ধতি প্রবর্তনের মাধ্যমে আমরা টেকসই মৎস্য ব্যবস্থাপনা গড়ে তুলতে চাই। স্থানীয় মৎস্যচাষিদের প্রশিক্ষণ, প্রযুক্তিগত সহায়তা ও উপযুক্ত পোনা সরবরাহের মাধ্যমে এ প্রকল্প সফল হবে বলে আমরা আশাবাদী।” 

তিনি আরও বলেন, “জুড়ীতে পাহাড়ী এলাকায় অনেক সম্ভাবনাময় ক্রিক ও পুকুর রয়েছে, যা সঠিক ব্যবস্থাপনায় ব্যবহার করলে স্থানীয় পর্যায়ে উল্লেখযোগ্য পরিমাণে মাছ উৎপাদন সম্ভব। আমরা চাই এই উদ্যোগের মাধ্যমে জুড়ী উপজেলার মৎস্য খাতকে আরও উন্নত ও আধুনিক পর্যায়ে নিয়ে যেতে।”

প্রকল্প সংশ্লিষ্টরা জানান, এ ধরনের কার্যক্রম জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি হ্রাসের পাশাপাশি স্থানীয় জনগণের আয়ের নতুন দিগন্ত উন্মোচন করবে। ভবিষ্যতে জুড়ী উপজেলার আরও কয়েকটি ইউনিয়নে এ প্রকল্পের আওতায় পোনা অবমুক্ত ও প্রশিক্ষণ কার্যক্রম চালু করা হবে।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.