× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মা ইলিশ সংরক্ষণে বিশেষ অভিযান

কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি

১২ অক্টোবর ২০২৫, ১২:৪৮ পিএম

সারা দেশের মতো মাদারীপুরের কালকিনি উপজেলাতেও শুরু হয়েছে মা ইলিশ সংরক্ষণের বিশেষ কার্যক্রম। “মা ইলিশ রক্ষা পেলে, দেশে প্রচুর ইলিশ মেলে” -এই শ্লোগানকে সামনে রেখে এই বিশেষ কার্যক্রমের সূচনা করা হয়।

প্রধান প্রজনন মৌসুম উপলক্ষে আড়িয়ার খাঁ নদীতে ২২ দিনব্যাপী এই অভিযান পরিচালনা করছেন উপজেলা প্রশাসন।

উপজেলার নির্বাহী অফিসার সাইফ-উল-আরেফীন-এর নেতৃত্বে গতকাল শনিবার আড়িয়াল খা নদীতে অভিযান পরিচালিত হয়। তার সঙ্গে ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) প্রনব কুমার ও কালকিনি থানা পুলিশের সদস্যরা।

কালকিনি উপজেলা নির্বাহী অফিসার সাইফ-উল-আরেফীন বলেন, প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ ধরা নিষিদ্ধ থাকায় সরকারিভাবে এই সময় মাছ ধরা, পরিবহন, মজুত ও বিক্রি সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হয়েছে। এ সময় নদীতে অভিযান চালিয়ে মাছ ধরার নানা সরঞ্জাম জব্দ ও ধ্বংস করা হয় হয়েছে । এ অভিযান অব্যাহত থাকবে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.