× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

টাইফয়েড টিকা ক্যাম্পেইন উদ্বোধন

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

১২ অক্টোবর ২০২৫, ১৪:২৯ পিএম

উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় টাইফয়েড (ঞঈঠ) টিকা ক্যাম্পেইন-২০২৫ এর উদ্বোধন করা হয়েছে। সীতাকুণ্ড থানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রোববার সকালে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফখরুল ইসলাম।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলতাফ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রতিনিধি ডা. শাহাদাত, মেডিকেল অফিসার ডা. তনয় মজুমদার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ইসমত আরা বেগম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গোলাম রহমান, সহকারী শিক্ষা কর্মকর্তা আজমিরা খাতুন, সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিদারুল আলম এবং সীতাকুণ্ড থানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সুলতানা ইয়াসমিন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইপিআই মেডিকেল টেকনোলজিস্ট।

দেশব্যাপী প্রথমবারের মতো টাইফয়েড টিকাদান কর্মসূচির অংশ হিসেবে সীতাকুণ্ডে ৬০১ কেন্দ্রে ধারাবাহিকভাবে টিকা প্রদান কার্যক্রম শুরু হয়েছে, যা চলবে আগামী ১৩ নভেম্বর পর্যন্ত। ৯ মাস থেকে ১৫ বছর বয়সী শিশু ও কিশোর-কিশোরীরা এই টিকার আওতায় আসবে। নিবন্ধন ছাড়াও যে কেউ এই টিকা নিতে পারবে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলতাফ হোসেন জানান, সীতাকুণ্ডে টিকার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৫ লাখ ১৩ হাজার ৩ জন। এর মধ্যে এখন পর্যন্ত ৬৬ হাজার ৬১৮ জন নিবন্ধন সম্পন্ন করেছে। প্রতিটি কেন্দ্রে ২ জন টিকাদানকারী, ৩ জন স্বেচ্ছাসেবক এবং একজন কেন্দ্র পরিদর্শক দায়িত্ব পালন করছেন।

সৈয়দপুর ইউনিয়নের লিটল ফ্লাওয়ার কেজি স্কুলে সকাল ৮টা থেকে শুরু হওয়া টিকাদান কর্মসূচির প্রথম দিনে দুপুর ১টার মধ্যে ১৪৩ জন শিশুকে টিকা দেওয়া হয়। বিদ্যালয়টির মোট ১৬০ জন শিক্ষার্থীকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ কেন্দ্রে টিকাদান কার্যক্রম পরিচালনা করেন পরিবার কল্যাণ সহকারী জয়শ্রী চৌধুরী ও স্বাস্থ্য সহকারী মিলাদুন্নবী মিল্লাত। ক্যাম্পেইন তদারকি করেন পরিবার পরিকল্পনা পরিদর্শক মোহাম্মদ জামসেদুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মেহেরুননেছা, ইউনিয়ন কৃষি কর্মকর্তা টিটু রানী এবং সাংবাদিক মোহাম্মদ জামশেদ আলম।

দেশব্যাপী প্রায় ৫ কোটি শিশু-কিশোরকে বিনামূল্যে টাইফয়েড টিকা দেওয়া হবে। টিকাটি ভারতের সেরাম ইনস্টিটিউট তৈরি করেছে এবং সরকার এটি পেয়েছে আন্তর্জাতিক ভ্যাকসিন সহায়তা সংস্থা গ্যাভি (এধার)-এর সহায়তায়।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, প্রাক্-প্রাথমিক থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের ৩০ অক্টোবর পর্যন্ত বিদ্যালয়ে টিকা দেওয়া হবে। এরপর বাড়ি বাড়ি গিয়ে ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী বাকি শিশুদের টিকা দেওয়া হবে। জন্মসনদ না থাকা শিশুরাও এই টিকার আওতায় আসবে।

কেন্দ্রীয়ভাবে রাজধানীর আজিমপুরে স্যার সলিমুল্লাহ মুসলিম এতিমখানায় জাতীয় কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.