মতলব উত্তরের এখলাছপুর ইউনিয়নে নিবন্ধিত জেলেদের মাঝে চাউল বিতরণ করা হয়েছে। গতকাল রোববার সকালে উপজেলার এখলাছপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে ৯৯১ জন নিবন্ধিত জেলে পরিবারের মাঝে ২৪ দশমিক ৭৭৫ মেট্রিকটন চাউল বিতরণ করা হয়েছে।
চাউল বিতরণকালে এক আলোচনায় এখলাছপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মফিজুল ইসলাম মুন্না বলেন, সরকার জেলেদের নানান সুবিধা দিচ্ছে সুতরাং মা ইলিশ রক্ষায় সবাইকে সহযোগীতা করতে হবে৷ কোন জেলে নদীতে মা ইলিশ দরবেন না।
তিনি আরও বলেন,মা ইলিশ রক্ষায় সবার সচতেন থাকতে হবে । মা ইলিশ রক্ষা করলে ইলিশের উৎপাদন বারবে এই ইলিশ আপনারাই দরবেন এবং তার সুফল আপনারাই ভোগ করবেন। তাই মা ইলিশ দরা থেকে সবাইকে বিরত থাকতে হবে। এ সময় উপস্থিত ছিলেন, এখলাছপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: মফিজুল ইসলাম মুন্না,টেগঅফিসার মো. আলামিন, ইউনিয়ন পরিষদের সচিব জুবায়ের হোসাইন, ইউপি সদস্য গোলাম হোসেন, মো: মিজানুর রহমান,মো. ওমর আলী, জাহাঙ্গীর আলম, মহিলা ইউপি সদস্য নাজমা বেগমসহ ইউপি সদস্যগণ ও এলাকার ব্যক্তিবর্গ।