জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী বছরের ফেব্রুয়ারিতে পিআর পদ্ধতিতে নির্বাচন সহ ৫ দফা দাবিতে মৌলভীবাজারে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান করেছে জামায়াতে ইসলামী। রোববার (১২ অক্টোবর) দুপুর পৌনে ২ টার দিকে মৌলভীবাজার জেলা জামায়াতের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচির শুরুতে শহরের দেওয়ানী মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। এতে দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশ নেন।
এসময় সেখানে সংক্ষিপ্ত বক্তব্যে জেলা জামায়াতের আমীর ইঞ্জিনিয়ার মো. শাহেদ আলী বলেন, চলতি সাপ্তাহে জুলাই সনদের আনুষ্ঠানিক ঘোষণা হবে, স্বাক্ষর হবে। সেই ঘোষণায় যেন দেশবাসীর আশা আকাঙ্খার প্রতিফলন হয়। এর যদি ব্যাত্যয় হয় তাহলে চব্বিশ এর গণআন্দোলনে ছাত্র-যুবকরা তাদের বুকের তাজা রক্ত দিয়ে দেশকে ফ্যাসিস্ট মুক্ত করেছিল, প্রয়োজনে ছাত্র-জনতা পুনরায় ঐক্যবদ্ধভাবে জুলাই সনদ বাস্তবায়নের জন্য রাজপথ ছেড়ে যাবেনা।
কর্মসূচি শেষে জেলা জামায়াতের একটি প্রতিনিধি দল জেলা প্রশাসক ইসরাইল হোসেনের কাছে দাবি-দাওয়া সম্বলিত স্মারকলিপি হস্তান্তর করেন।
এ সময় সেখানে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী মনোনীত মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী মোঃ আব্দুল মান্নান, জেলা আমির ইঞ্জিনিয়ার মো. শাহেদ আলী, নায়েবে আমির মাওলানা আব্দুর রহমান, সেক্রেটারি মো. ইয়ামীর আলী, সহকারী সেক্রেটারি আলাউদ্দিন শাহ, মাওলানা হারুনুর রশিদ তালুকদার, আজিজ আহমদ কিবরিয়া, পৌর আমির হাফেজ মাওলানা তাজুল ইসলাম, সদর উপজেলা আমির মো. ফখরুল ইসলাম, ছাত্রশিবিরের শহর সেক্রেটারি কাজী দাইয়ান আহমদ।
এদিকে ৫ দফা দাবির মধ্যে রয়েছে-আগামী বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনের আগে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি ও আদেশের উপর গণভোট আয়োজন করা, আগামী জাতীয় নির্বাচনে উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করা, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সকলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা, ফ্যাসিস্ট সরকারের সকল জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দুঃশাসন করা ও স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।