সমিতিরহাট উচ্চ বিদ্যালয় প্রাক্তন ব্যাচের আয়োজনে প্রাক্তন ব্যাচ ভিত্তিক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ১০ অক্টোবর (শুক্রবার) রাতে উত্তর নিশ্চিন্তাপুর নুর-ছাফা মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় মাঠে এ খেলার আয়োজন করা হয়। ফাইনালের মহারণে প্রতিদ্বন্দ্বিতা করেন অনন্য ১৯ বনাম তারুণ্য ২৩।
চরম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনাল ম্যাচ ১-১ গোল সমতায় শেষ হলে টাইব্রেকারে ব্যাচ-২৩ কে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ব্যাচ-১৯।
মো. মিজানুর রহমান মুন্না, আরফাতুর রহমান ও মাহীর যৌথ সঞ্চালনায় ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমিতিরহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ আজগর, সাবেক সহকারী প্রধান শিক্ষক সেলিম উদ্দীন চৌধুরী, উত্তর নিশ্চিন্তাপুর নুর-ছাফা মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ ইব্রাহিম, সমিতিরহাট উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মুহাম্মদ এনামুল হক, ব্যাংকার মুজিবুল হক, মুহাম্মদ মঞ্জুরুল হক, মুহাম্মদ ওসমান, মুহাম্মদ আজাদ, মুসলেহ উদ্দীন দিলু, মুহাম্মদ এমরান, শেখ আলাউল মোরশেদ, কে এম সোহেল, নেজাম উদ্দীন, সাহাবুদ্দীনসহ সমিতিরহাট উচ্চ বিদ্যালয়ের সম্মানিত শিক্ষকবৃন্দ ও সমিতিরহাট তরুণ ঐক্য পরিষদসহ প্রাক্তন বিভিন্ন ব্যাচের প্রতিনিধিবৃন্দ।
এসময় অতিথিবৃন্দরা বলেন- এই আয়োজন শুধু সমিতিরহাট তথা ফটিকছড়ি নয়,পুরো চট্টলার জন্যই একটি দৃষ্টান্তমূলক উদাহরণ হয়ে থাকবে। আন্তঃপ্রাক্তন ব্যাচের এই বিশাল অংশগ্রহণ শিক্ষার্থীদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধনকে আরও সুদৃঢ় করেছে। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্স আপ টিমকে ট্রফি ও প্রাইজমানি তুলে দেন অতিথিবৃন্দ।