× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

পটুয়াখালীতে ডাকাত সদস্য আটক ৮

শাহিন খান,পটুয়াখালী

১২ অক্টোবর ২০২৫, ১৮:৪৯ পিএম

ছবি: সংগৃহীত

পটুয়াখালী শহরের শশ্মানঘাট এলাকায় ডাকাতির প্রস্তুতির সময় আটজনকে আটক করেছে পুলিশ। শনিবার (১২ অক্টোবর) রাত আড়াইটার দিকে পৌরসভার পিডিএস মাঠের সামনে রাস্তা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন, হারুন (৩০), মনির হাওলাদার (৩২), জাহাঙ্গীর আলম (৩৬), আ. রাজ্জাক (৩০), মোস্তফা হাওলাদার (৩৭), সুমন তালুকদার (২৫), ওয়াসিম (৩৫) ও রনি চৌকিদার (২৬)। তারা পটুয়াখালী, বরগুনা, বরিশাল, নারায়ণগঞ্জ ও চাঁদপুর জেলার বাসিন্দা।

পুলিশের জব্দকৃত আলামতের মধ্যে রয়েছে একটি বড় ট্রাক, লোহার কাটার, দুটি হাতুড়ি, ৮ হাজার টাকার বেশি নগদ অর্থ ও সাতটি মোবাইল ফোন।

পটুয়াখালী অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন ও অপরাধ সাজেদুল ইসলাম সজল জানান, আটক ব্যক্তিরা ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.