জুলাই জাতীয় সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন, পিআর পদ্ধতিতে আসন্ন জাতীয় নির্বাচন সহ কেন্দ্র ঘোষিত ৫ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিয়েছে নাটোর জেলা জামায়াতে ইসলামী।
রোববার (১২ অক্টোবর) সকালে শহরের ভবানীগঞ্জ মোড়স্থ জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ থেকে একটি র্যালি বের করে দাবী সম্বলিত স্মারকলিপি জেলা প্রশাসক আসমা শাহীনের কাছে হস্তান্তর করেন জেলা জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর আমীর ড. মীর নুরুল ইসলাম, সেক্রেটারি জেনারেল সাদেকুর রহমান, নায়েবে আমীর অধ্যাপক ইউনুস আলী প্রমুখ।
এসময় জামায়াত নেতারা বলেন, দেশের বেশিরভাগ মানুষ পিআর পদ্ধতিতে নির্বাচনের পক্ষে। জুলাই সনদের আইনি স্বীকৃতি দিয়ে পিআর পদ্ধতিতে আগামী নির্বাচন হতে হবে।