বান্দরবানের রুমা উপজেলায় জেলা সমাজসেবা পরিষদের উদ্যোগে গরিব, দুস্থ ও অসহায় ব্যক্তিদের চিকিৎসা ও শিক্ষা সহায়তা আর্থিক অনুদান বিতরণ করা হয়েছে। রোববার (১২ অক্টোবর ) দুপুর ১টায় দিকে রুমা সরকারি সাঙ্গু কলেজে হল রুমে এ অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মো. সায়েদ উদ্দিন, প্রধান শিক্ষক, বাংকেন পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।
অনুদান বিতরণ অনুষ্ঠানে মোট ১০৬ জন শিক্ষার্থীদের ও অসহায় প্রতি জনকে ২,০০০ টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়।
প্রধান অতিথি জসিম উদ্দিন বক্তব্যে বলেন, সরকারের এ আর্থিক অনুদান শুধু সহযোগিতা নয়, এটি স্বনির্ভরতার পথে সহায়ক পদক্ষেপ। যারা শিক্ষা সহায়তা পেয়েছেন, তারা যেন টাকা শুধুমাত্র শিক্ষার কাজে ব্যবহার করেন এটাই সরকারের প্রত্যাশা। শিক্ষা মানুষের ভাগ্য পরিবর্তন করে, তাই এই অর্থের সঠিক প্রয়োগ নিশ্চিত করতে হবে।
অনুষ্ঠানের সভাপতি প্রফেসর মো. ছোলজার রহমান জানান, সমাজসেবা অধিদপ্তর অসহায় মানুষের পাশে সবসময় আছে। এই সহায়তা হয়তো সামান্য, কিন্তু এটি অনেকের জীবনে নতুন আশার আলো জ্বালাবে।এবং সঠিক কাজে ব্যয়ের জন্য অনুরোধ করেন ছাত্র-ছাত্রীদের মাঝে।
বিশেষ অতিথি সুইপ্রুচিং মার্মা বলেন,শিক্ষার্থীরা যেন এই সহায়তার মাধ্যমে তাদের পড়াশোনা আরও মনোযোগ দিয়ে চালিয়ে যেতে পারে, সেটিই আমাদের প্রত্যাশা।