× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

রুমায় শিক্ষার্থীর মাঝে আর্থিক অনুদান

উবাসিং মারমা, রুমা

১২ অক্টোবর ২০২৫, ২০:০০ পিএম

ছবি: সংগৃহীত।

বান্দরবানের রুমা উপজেলায় জেলা সমাজসেবা  পরিষদের উদ্যোগে গরিব, দুস্থ ও অসহায় ব্যক্তিদের চিকিৎসা ও শিক্ষা সহায়তা আর্থিক অনুদান বিতরণ করা হয়েছে। রোববার  (১২ অক্টোবর ) দুপুর ১টায় দিকে  রুমা  সরকারি সাঙ্গু  কলেজে হল রুমে  এ অনুষ্ঠিত হয়েছে। 

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মো. সায়েদ উদ্দিন, প্রধান শিক্ষক, বাংকেন পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।

অনুদান বিতরণ অনুষ্ঠানে মোট ১০৬ জন  শিক্ষার্থীদের ও অসহায় প্রতি জনকে ২,০০০ টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়।

প্রধান অতিথি জসিম উদ্দিন বক্তব্যে বলেন, সরকারের এ আর্থিক অনুদান শুধু সহযোগিতা নয়, এটি স্বনির্ভরতার পথে সহায়ক পদক্ষেপ। যারা শিক্ষা সহায়তা পেয়েছেন, তারা যেন টাকা শুধুমাত্র শিক্ষার কাজে ব্যবহার করেন এটাই সরকারের প্রত্যাশা। শিক্ষা মানুষের ভাগ্য পরিবর্তন করে, তাই এই অর্থের সঠিক প্রয়োগ নিশ্চিত করতে হবে।

অনুষ্ঠানের সভাপতি প্রফেসর মো. ছোলজার রহমান জানান, সমাজসেবা অধিদপ্তর অসহায় মানুষের পাশে সবসময় আছে। এই সহায়তা হয়তো সামান্য, কিন্তু এটি অনেকের জীবনে নতুন আশার আলো জ্বালাবে।এবং সঠিক কাজে  ব্যয়ের  জন্য অনুরোধ করেন ছাত্র-ছাত্রীদের মাঝে। 

বিশেষ অতিথি সুইপ্রুচিং মার্মা বলেন,শিক্ষার্থীরা যেন এই সহায়তার মাধ্যমে তাদের পড়াশোনা আরও মনোযোগ দিয়ে চালিয়ে যেতে পারে, সেটিই আমাদের প্রত্যাশা। 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.