× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ঢাকা এলজিইডির দুর্নীতির একক রাজা বাচ্চু মিয়া

তালুকদার রাসেল

১৩ অক্টোবর ২০২৫, ১২:২৭ পিএম

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ঢাকা জেলার নির্বাহী প্রকৌশলী বাচ্চু মিয়া এখন পরিচিত এক নাম দুর্নীতির একক রাজা হিসেবে। সরকারি নিয়ম-নীতির তোয়াক্কা না করে নিজের খেয়ালখুশিমতো অফিস পরিচালনা ও প্রকল্প বাস্তবায়ন করাই যেন তার নিত্যদিনের অভ্যাস।

তার বিরুদ্ধে অভিযোগের পাহাড় উপদেষ্টার নাম ভাঙিয়ে ঠিকাদারদের কাছ থেকে কোটি টাকার চাঁদা আদায়, নিজের ভাইয়ের নামে একাধিক ঠিকাদারি লাইসেন্স তৈরি, উন্নয়ন প্রকল্পে তুঘলকি অনিয়ম, সময়মতো অফিসে না আসা, এমনকি প্রকল্পের কাজ শেষ না করেই বিল পরিশোধ সব মিলিয়ে তিনি যেন দুর্নীতির একক সাম্রাজ্যের সম্রাট।

উপদেষ্টার নাম ভাঙিয়ে ৪০ লাখ টাকা আদায় -

নাম প্রকাশ না করার শর্তে এক ভুক্তভোগী ঠিকাদার জানান, ঈদের আগে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার নাম ভাঙিয়ে বাচ্চু মিয়া ঠিকাদারদের কাছ থেকে প্রায় ৪০ লাখ টাকা চাঁদা আদায় করেন। তিনি বলেন, এলজিইডিতে টাকা ছাড়া কোনো কাজ করা যায় না। নির্বাহী প্রকৌশলী যখন যা দাবি করেন, তখন তাই দিতে হয়।

আরেক ঠিকাদার বিপ্লব মিয়া বলেন, এসব নিয়ে কিছু বলার মানে হয় না। সাংবাদিকদেরও তিনি টাকা দিয়ে চুপ করিয়ে দেন।

দৃষ্টিনন্দন প্রকল্পে অনিয়ম ও অতিরিক্ত বিল-

অনুসন্ধানে জানা গেছে, ঢাকা শহর ও পূর্বাচলের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সৌন্দর্যবর্ধন প্রকল্প (দৃষ্টিনন্দন প্রকল্প)-এর আওতাধীন মিরপুরের গাবতলী জিপিএস স্কুলে ছয়তলা ভবন নির্মাণের কাজ শেষ না হলেও সম্পূর্ণ দেখিয়ে অতিরিক্ত বিল পরিশোধ করা হয়েছে।

একইভাবে নবাবগঞ্জের বান্দুরায় ইছামতী নদীর ওপর নির্মিতব্য ২৭০ মিটার ব্রিজের ৯টির মধ্যে ৮টি স্প্যান শেষ হলেও অফিস রেকর্ডে ৯৫ শতাংশ কাজ সম্পন্ন দেখিয়ে প্রায় ৫০ কোটি ৮৪ লাখ টাকা বিল ছাড় করা হয়।

এসব অনিয়মের প্রাথমিক সত্যতা পেয়ে দুর্নীতি দমন কমিশন (দুদক) ইতিমধ্যে তদন্ত শুরু করেছে।

একটি ট্রেড লাইসেন্সে দুইটি ঠিকাদারি!

এছাড়া অভিযোগ আছে, বাচ্চু মিয়া তার ভাই শহিদুল ইসলাম (সুমন)-এর একটি ট্রেড লাইসেন্সের বিপরীতে এলজিইডিতে দুইটি তালিকাভুক্তি লাইসেন্স করেছেন একটি মোহনা এন্টারপ্রাইজ এবং অন্যটি মাহমুদ এন্টারপ্রাইজ নামে। সরকারি নিয়ম অনুযায়ী একটি ট্রেড লাইসেন্সে কেবল একটি ঠিকাদারি নিবন্ধন করা যায়, কিন্তু বাচ্চু মিয়া নিয়ম ভেঙে দুইটি লাইসেন্সই অনুমোদন দেন।

তারপর সেই লাইসেন্সের একটি প্রতিষ্ঠানে বিনা দরপত্রে অফিস ভবন রক্ষণাবেক্ষণের কাজ দিয়ে প্রায় ৪৮.৮ লাখ টাকা আত্মসাৎ করেন বলেও অভিযোগ রয়েছে।

সাংবাদিক নির্যাতনের অভিযোগ-

এসব দুর্নীতির অনুসন্ধানে তথ্য সংগ্রহ করতে গিয়ে এলজিইডি ঢাকা জেলার কার্যালয়ে এসএ টিভির প্রতিবেদক হামলার শিকার হন। নির্বাহী প্রকৌশলী বাচ্চু মিয়ার নির্দেশে আনসার সদস্যরা ক্যামেরা থেকে জোর করে ভিডিও মুছে দেন ও প্রতিবেদককে শারীরিকভাবে হেনস্তা করেন। পরে অভিযুক্ত দুই আনসার সদস্য সাকলাইন ও তৌহিদুলকে প্রত্যাহার করা হয়।

কণ্ঠ নকল করে পদোন্নতি নেওয়া!

বাচ্চু মিয়া অতীতেও বিতর্কের কেন্দ্রে ছিলেন। ২০২২ সালে তিনি তৎকালীন প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের কণ্ঠ নকল করে এলজিইডির প্রধান প্রকৌশলীকে ফোন দিয়ে নেত্রকোণায় নির্বাহী প্রকৌশলী হিসেবে পোস্টিং নিয়েছিলেন। দেড় মাস পর বিষয়টি ফাঁস হলে তাকে সেখান থেকে প্রত্যাহার করা হয়।

নিজের পক্ষে বাচ্চু মিয়া যা বললেন-

সব অভিযোগ অস্বীকার করে বাচ্চু মিয়া বলেন, আমি একটি দলের আদর্শ ধারণ করি, তাই এলজিইডির কয়েকজন ফ্যাসিস্ট কর্মকর্তা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।

অভিযোগের পাহাড়, ও তদন্তের তীব্রতা সব মিলিয়ে এখন আলোচনার কেন্দ্রবিন্দু ঢাকা এলজিইডির নির্বাহী প্রকৌশলী বাচ্চু মিয়া। সরকারি প্রকল্পে অনিয়ম, ক্ষমতার অপব্যবহার, সাংবাদিক নির্যাতন সব কিছুর মূলে যে তিনি, তা এখন আর গোপন নয়।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.