ঈশ্বরদীতে বৃদ্ধ মহিলা হত্যা মামলার ৪নং আসামী মো. ইয়াকুব আলীকে (২৫) গ্রেপ্তার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-১২ পাবনা। র্যাব-১২, সিপিসি-২ পাবনার ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার মো. এনামুল হক গতকাল রোববার (১২ অক্টোবর) রাত সাড়ে ৮টায় এক প্রেস বিজ্ঞপ্তিতে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেপ্তারকৃত হলেন, সলিমপুর ইউনিয়নের খড়েরদাঁইড় গ্রামের মো. আতিয়ার রহমান এর ছেলে ইয়াকুব আলী।
প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়,কুষ্টিয়া জেলার ভেড়ামারা থানাধীন বারো মাইল ট্রাক স্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে উল্লেখিত হত্যা মামলার এজাহারনামীয় ০৪ নং আসামী মো. ইয়াকুব আলীকে গ্রেপ্তার করা হয়। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে ঈশ্বরদী থানায় হস্তান্তর করা হয়েছে।
এ ব্যাপারে জানতে চাইলে ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) আ স ম আব্দুন নূর জানান,গত শুক্রবার রাতে পূর্ব শত্রুতার জের ধরে আয়েশা বেগম নামে এক বৃদ্ধ মহিলাকে পিটিয়ে হত্যা করা হয়। তাঁর ছেলে বাদী হয়ে ঈশ্বরদী থানায় একটি মামলা দায়ের করেন। সেই মামলার এজারভুক্ত ৪নং আসামি ইয়াকুব আলীকে পাবনা র্যাব-১২ গ্রেপ্তার করে ঈশ্বরদী থানায় হস্তান্তর করেছেন।