× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

শিক্ষকের স্মরণে শোকসভা

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

১৩ অক্টোবর ২০২৫, ১৩:১৭ পিএম

সীতাকুণ্ড সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের চিফ ইনস্ট্রাক্টর (নন-টেক) বাংলা দিদারুল আলম চৌধুরীর স্মরণে এক শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠান প্রাঙ্গণে গতকাল রোববার (১২ অক্টোবর) দুপুরে এই শোকসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

উল্লেখ্য, গত রোববার সন্ধ্যায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পার হওয়ার সময় দ্রুতগামী একটি সিএনজি অটোরিকশা তাকে সজোরে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত দিদারুল আলম চৌধুরী চট্টগ্রামের রাউজান উপজেলার বাসিন্দা ছিলেন। তাঁর মৃত্যুতে সহকর্মী শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

প্রতিষ্ঠানটির অধ্যক্ষ জহুরুল ইসলাম বলেন, “তিনি ছিলেন অত্যন্ত সৎ, পরিশ্রমী ও শিক্ষার্থীবান্ধব একজন শিক্ষক। তাঁর এই অকাল মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।”

তিনি আরও বলেন, “অত্র শিক্ষা প্রতিষ্ঠানে ৯৪১ জন শিক্ষার্থী, ১৮ জন শিক্ষক ও ৯ জন কর্মচারী রয়েছে। প্রতিদিন প্রায় ৪ থেকে ৫ শতাধিক শিক্ষার্থীসহ শিক্ষক কর্মচারীকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পার হয়ে বিদ্যালয়ে আসতে হয়, অথচ শেখপাড়া বাইপাস এলাকায় এখনো একটি ফুটওভার ব্রিজ নেই। যা এখন সময়ের দাবি”- এ বিষয়ে আমি যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। 

শোকসভায় শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত থেকে প্রয়াত শিক্ষকের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.