× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

৯৯ জন অসহায় ব্যক্তিকে আর্থিক সহায়তা প্রদান

উবাসিং মারমা, রুমা (বান্দরবান)

১৩ অক্টোবর ২০২৫, ১৪:৩০ পিএম

বান্দরবানের রুমা উপজেলায় চারটি ইউনিয়নের গরিব, দরিদ্র ও অসহায় মানুষের মাঝে এককালীন আর্থিক সহায়তা বিতরণ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে সোমবার (১৩ অক্টোবর) সকাল ১১টায় রুমা বাজারের মায়াকুঞ্জ ভবনের দ্বিতীয় তলায় এ আলোচনা সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যানের প্রতিনিধি মোহাম্মদ জসিম উদ্দিন। 

তিনি বলেন, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মহোদয় মানবিক সেবায় অত্যন্ত আন্তরিক। যথাযথভাবে আবেদন করলে কোনো অসহায়, গরিব বা দরিদ্র মানুষের আবেদন বিফলে যাবে না। জেলা পরিষদ সবসময় মানবকল্যাণে পাশে থাকবে। রুমা সদর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অংসিনু মার্মার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রুমা প্রেসক্লাবের সভাপতি শৈহ্লাচিং মারমা, রুমা অগ্রবংশ অনাথালয়ের পরিচালক উপা. নাইন্দিয়া ভিক্ষু এবং উপজেলা সমাজসেবা কার্যালয়ের মাঠ কর্মকর্তা খেমাজন ত্রিপুরা।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২০২৪-২০২৫ অর্থবছরে জেলা সমাজসেবা কার্যালয়ের তত্ত্বাবধানে দরিদ্র, অসহায় ও দুঃস্থদের চিকিৎসা ও শিক্ষা সহায়তার অংশ হিসেবে শিক্ষার্থী ১০৬ জন এবং নারী-পুরুষ মিলিয়ে ৯৯ জন অসহায় ব্যক্তিকে আর্থিক সহায়তার বরাদ্দ দেওয়া হয়েছে। সভা শেষে ৯৯ জন নারী-পুরুষের প্রত্যেককে দুই হাজার টাকা করে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়। উপস্থিত অতিথিরা বলেন,এই ধরনের আর্থিক সহায়তা গরিব ও অসহায় মানুষের জীবনে ইতিবাচক প্রভাব ফেলবে এবং তাদের কিছুটা হলেও স্বস্তি দেবে। এর আগে ১২ অক্টোবর ১০৬ জন শিক্ষার্থীর প্রত্যেককে দুই হাজার টাকা করে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.