ইলিশের প্রজনন মৌসুমে মাছ ধরার নিষেধাজ্ঞা অমান্য করে পদ্মানদীতে মাছ শিকার করার সময় নৌপুলিশের অভিযানে ৯ সৌখিন মৎস্য শিকারী আটক হয়েছে।
রোববার (১৩ অক্টোবর) রাতে পদ্মানদীস্থ নাটোরের লালপুরের নুরুল্লাপুর এলাকা থেকে তাদের আটক করেছে লক্ষ্মীকুন্ডা নৌ-পুলিশ ফাঁড়ির সদস্যরা।
আটলরা হলেন, নাটোরের লালপুরের নুরুল্লাপুরের মৃত মজিবর মন্ডলের ছেলে ময়নাল মন্ডল (৩৫) ও জয়নুল আবেদিন (৩৭), একই এলাকার আশরাফ প্রাং ছেলে ফরহাদ প্রাং (২২), মৃত টেংরা সরদারের ছেলে মনিরুল ইসলাম (২৭) ও শামীম সরদার (৩০), মুনসুর রহমানের ছেলে নাইম উদ্দিন (২০), রেজাউল সরদারের ছেলে রুবেল সরদার (৩৮), রশিদ সরদারের ছেলে আব্দুর রহিম (২৩) ও মৃত কাশেম বিশ্বাসের ছেলে শহিদুল বিশ্বাস (৪০)। এই তাদের নিকট থেকে ২-৩ কেজি পরিমাণে জাটকা ইলিশ, মাছ ধরার জাল ও নৌকা জব্দ করা হয়।
লক্ষ্মীকুন্ডা নৌ-পুলিশ ফাঁড়ির ওসি খন্দকার শফিকুল ইসলাম জানান, আটককৃতরা সবাই সৌখিন মৎস্য শিকারী। গোপনে রাতে তারা মাছ শিকার করতে ছিলো। নৌপুলিশের দৈনন্দিন টহলে তাদের আটক করা হয়। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। জব্দকৃত ইলিশ মাছ এতিম খানায় প্রদান করা হয়েছে। ঈশ্বরদী থানার ওসি আ স ম আব্দুন নূর জানান, আটক জেলেদের বিরুদ্ধে মামলা দায়েরের পর আদালতে প্রেরণ করা হয়েছে।