× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সারাদেশে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

ডেস্ক নিউজ

১৩ অক্টোবর ২০২৫, ১৮:৪৭ পিএম

ছবি: সংবাদ সারাবেলা।

সারাদেশে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে আলোচনা সভা, শোভাযাত্রা ও মহড়া অনুষ্ঠিত হয়েছে। দুর্যোগ মোকাবেলায় আগাম সাড়াদান ও ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়ার আয়োজন করা হয়। আমাদের প্রতিনিধিরা আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস উদযাপন এর সংবাদ পাঠিয়েছেন।

তাদের পাঠানো সংবাদ:

শফিক মোহাম্মদ রুমন, সিরাজগঞ্জ জানান, সিরাজগঞ্জে সোমবার আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস উদযাপন উপলক্ষে সভা এবং  ভিক্টোরিয়া হাইস্কুলে দুর্যোগ মোকাবেলায় আগাম সাড়াদান মহড়া অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর সিরাজগঞ্জের আয়োজনে এবং ব্র্যাক, ইএসডি,এমএমএস, এনডিপি, শার্প,সুক ও এসআরপি নেটওয়ার্ক এর সহযোগিতায়-সকালে সিরাজগঞ্জ কালেক্টরেট  ভবনের সামনে হতে-বর্ণাঢ্য র‌্যালি প্রদর্শন করা হয়। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, অতিরিক্ত জেলা প্রশাসক গণগতি  রায় এবং  প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম।

জায়েদ আহমেদ, কমলগঞ্জ (মৌলভীবাজার) জানান,“সমন্বিত উদ্যোগ প্রতিরোধ করি দুর্যোগ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজারের কমলগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। র‌্যালি, আলোচনা সভা এবং ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়ার আয়োজন করা হয়।

সোমবার সকাল ১১টায় কমলগঞ্জ উপজেলা প্রশাসন এর উদ্যোগে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাখন চন্দ্র সূত্রধর-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তারা দুর্যোগ প্রতিরোধে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্লাবন পালের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন কৃষি কর্মকর্তা জয়ন্ত কুমার রায়, উপজেলা শিক্ষা কর্মকর্তা এনামুল হক বাবর, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শামছুন্নাহার পারভীন, কমলগঞ্জ প্রেসক্লাবের আহ্বায়ক এমএ ওয়াহিদ রুলু প্রমুখ।

কামরুল হাসান টিটু, রংপুর বুরো জানান, রংপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‌্যালী, আলোচনা সভা ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে “সমন্বিত উদ্যোগ প্রতিরোধ করি দুর্যোগ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে র‌্যালী বের হয়। র‌্যালীটি নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে পূণরায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে গ্যাসের মাধ্যমে বাড়িতে, রান্না ঘরে এবং অফিস আদালতে অগ্নিকাণ্ড ঘটলে কিভাবে তা নেভানো যাবে সে বিষয়ে একটি মহড়া অনুষ্ঠিত হয়। মহড়া পরিচালনা করেন ফায়ার সার্ভিসের প্রতিনিধি। 

র‌্যালী ও মহড়ায় অংশ নেন জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক রমিজ আলম, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা গোলাম কিবরিয়া, ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক বাদশা মাসউদ আলমসহ বিভিন্ন এনজিও সুশীল সমাজ নেতৃবৃন্দ এবং স্কাউট, রেডক্রিসেন্টের কর্মীরা। 

মো. মাসুদ রানা, রামগড় (খাগড়াছড়ি) জানান, খাগড়াছড়ি রামগড়ে পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস। গতকাল সোমবার সকাল ১১টায় উপজেলা পরিষদ কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি র‌্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রামগড় পর্যটন পার্ক মাঠে শেষ হয়। র‌্যালীতে উপজেলা নির্বাহী অফিসার কাজী শামীম এর নেতৃত্বে র‌্যালী ও মহড়া শেষে উপজেলা পরিষদে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা  কাজী শামীম।

নাসির উদ্দিন ফকির লিটন, কালকিনি (মাদারীপুর) জানান, “সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে মাদারীপুরের কালকিনিতে আলোচনা সভা, শোভাযাত্রা ও মহড়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল ১০ টায় কালকিনি উপজেলা চত্বর থেকে এক শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে শেষ হয়। 

মহড়া শেষে সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার সাইফ-উল আরেফীন সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মোজাহিদুল ইসলাম সোহাগ, সমাজসেবা কর্মকর্তা রাসেদুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আ. রহমান, উপজেলা সিনিয়র প্রমুখ।

মো. মোস্তাফিজুর রহমান রিপন, নলছিটি (ঝালকাঠি) জানান, ঝালকাঠির নলছিটিতে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস। গতকাল সোমবার সকাল সাড়ে দশটায় উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে উপজেলা চত্বর থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালি শেষে ফায়ার সার্ভিস ও রেডক্রিসেন্ট অগ্নিনির্বাপন মহড়ার মধ্য দিয়ে শেষ হয়।

উচ্চপ্রু মারমা, রাজস্থলী (রাঙ্গামাটি) জানান, রাঙামাটি রাজস্থলীতে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস। গতকাল সোমবার সকালে রাজস্থলী উপজেলা প্রশাসনের উদ্যোগে এক বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। র‌্যালিটি উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।

ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি জানান, চাঁদপুরের ফরিদগঞ্জে র‌্যালী, আলেচনা সভা ও  ফায়াস সার্ভিস সিভিল ডিফেন্সের অগ্নীনির্বাপন বিষয়ে মহড়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার দুপুরে উপজেলার চির্কাচাঁদপুর বহুমুখি উচ্চ বিদ্যালয় ও কলেজে র‌্যালী শেষে আলোচনা সভায় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আওরঙ্গজেব এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার এ আর এম জাহিদ হাসান, চির্কাচাঁদপুর বহুমুখি উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ আবু জাফর মো. সামছুদ্দিন, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী, ফরিদগঞ্জ ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের কর্মকর্তা মো. কামরুল ইসলাম।  আলোচনা শেষে শিক্ষার্থীদের জরুরী সময়ে আগুণ নেভানোর বিষয়ে বিভিন্ন মহড়া প্রদর্শন করেন ফরিদগঞ্জ ফায়ারসার্ভিস সিভিল ডিফেন্সের সদস্যরা।

মোতাহার হোসেন, মিঠাপুকুর, রংপুর জানান,  মিঠাপুকুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে গতকাল সকালে রংপুরের মিঠাপুকুর উপজেলা পরিষদ ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

মিঠাপুকুর উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত এই রেলি ও আলোচনা সভায় সহযোগিতা করেন এ পি ও ওয়ার্ল্ড ভিশন। আলোচনা সভায় মানবসৃষ্ট দুর্যোগ প্রতিরোধে এবং প্রাকৃতিক দুর্যোগ প্রশমনে সকলকে সতর্ক থাকার আহ্বান জানান মিঠাপুকুর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা মুলতামিস বিল্লাহ্ ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনিরুজ্জামান সরকার।

রামপাল (বাগেরহাট) প্রতিনিধি জানান, রামপালে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন দপ্তরের আয়োজনে এ দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সোমবার (১৩ অক্টোবর) বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্বর থেকে র‌্যালি বের হয়। র‌্যালি শেষে উপজেলা চত্তরে ফায়ার সার্ভিসের কর্মীরা দূর্যোগের সময় আগুন নিভানো কৌশল ও আহতদের উদ্ধার মহড়া প্রদর্শন করেন। পরে পরিষদ কনফারেন্স রুমে উপজেলা সমাজসেবা অফিসার মো. শাহিনুর রহমানের সঞ্চালনায় এবং প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জি, এম সাইফুল ইসলামের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ তামান্না ফেরদৌসী।

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি জানান, চট্রগ্রাম সীতাকুণ্ডে পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস। সোমবার (১৩ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে উপজেলা পরিষদ প্রাঙ্গণে দিবসটি উদযাপন করা হয়। এ সময় প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি হ্রাস ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সীতাকুণ্ড উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদস্যরা দুর্যোগকালীন উদ্ধার কার্যক্রমের উপর এক মহড়া ও প্রদর্শনী পরিচালনা করেন।

স্টাফ রিপোর্টার, নরসিংদী জানান, নরসিংদীর পলাশ উপজেলায় পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস। সোমবার (১৩ অক্টোবর) সকালে পলাশ উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি কমিয়ে টেকসই উন্নয়ন নিশ্চিত করতে পালন করা হয় ‘আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস’। দিবসটি উপলক্ষে পলাশ উপজেলা পরিষদের সামনে থেকে একটি র‌্যালী নিয়ে উপজেলার বিভিন্ন প্রধান সড়ক গুলো ঘুরে উপজেলার শহীদ মিনার চত্বরে এসে শেষ হয়। এরপর শহীদ মিনার চত্বরে জনগণের সচেতনতা বৃদ্ধি ও বিপদ মোকাবিলায় সার্বিক প্রস্তুতি জোরদার করার জন্য সচেতনতা মূলক বিভিন্ন প্রদর্শনী উপস্থাপন করেন পলাশ উপজেলা ফায়ার সার্ভিসের সদস্যরা। 

মো. আবুল হাসেম, মাটিরাঙ্গা (খাগড়াছড়ি) জানান, খাগড়াছড়ির মাটিরাঙ্গায় পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস। দিবসটি উপলক্ষে আলোচনা সভা, র‌্যালি ও সচেতনতামূলক মহড়ার আয়োজন করা হয়।

সোমবার (১৩ অক্টোবর) সকালে র‌্যালি শেষে মাটিরাঙ্গা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. মাহমুদুল হাসান। সভায় স্বাগত বক্তব্য দেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ইশতিয়াক আহম্মেদ। আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) খাদিজা তাহিরা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. ওবায়দুল হক, এবং মাটিরাঙ্গা প্রেস ক্লাবের সভাপতি মো. জসীম উদ্দিন জয়নাল।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.