× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ইলিশ সংরক্ষণে অভিযান

শ্রীনগর ও পদ্মা সেতু প্রতিনিধি

১৩ অক্টোবর ২০২৫, ১৯:০৮ পিএম

ছবি: সংগৃহীত।

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলা প্রশাসন, বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ পুলিশ, উপজেলা মৎস্য অফিস ও বাংলাদেশ কোস্টগার্ড এর সমন্বয়ে নূর বয়াতীর চর সংলগ্ন পদ্মা নদীতে মা ইলিশ সংরক্ষণে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। সোমবার (১৩ই অক্টোবর) সকাল ৬টা হতে ১০টা পর্যন্ত এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে।

অভিযানে উপজেলা নির্বাহী অফিসার মো. মহিন উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার মো.  আনিসুর রহমান, বাংলাদেশ সেনাবাহিনীর ক্যাপ্টেন তানজিমুল হাসান হাওলাদার, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট গোলাম রাব্বানী সোহেল, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মনোয়ারা বেগম ও অফিসার ইনচার্জ তদন্ত, বাংলাদেশ কোস্টগার্ড এর সদস্যবৃন্দ ও আইন -শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

অভিযানে  বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, মুন্সীগঞ্জ, অতিরিক্ত পুলিশ সুপার ও জেলা মৎস্য কর্মকর্তাসহ জেলা পর্যায়ের কর্মকর্তাগণ নির্দেশনা প্রদান ও সহযোগিতা করেন। এসময় নিষিদ্ধ সময়ে নদীতে মাছ  ধরায়  ১৭৭ পিস ইলিশ মাছ ও আনুমানিক ২০ লক্ষ মিটার অবৈধ কারেন্ট জাল আটক করা হয়। 

নিষিদ্ধ সময়ে মা ইলিশ ধরাকে কেন্দ্র করে গড়ে উঠা অবৈধ স্থাপনা অপসারণ করা সহ জব্দকৃত ইলিশ মাছ স্থানীয় পাঁচটি এতিমখানা মাদ্রাসায় বিতরণ করা হয়। জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করে স্থানীয় জনসাধারণকে সতর্ক ও সচেতন করা হয়।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.