× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট

ফেনী প্রতিনিধি

১৪ অক্টোবর ২০২৫, ১১:৪৮ এএম

‎জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এমন একটি ফুটবল প্রতিযোগিতা যা বিভিন্ন জেলায় জেলা প্রশাসকের কার্যালয় দ্বারা আয়োজিত হয়। যা সাধারণত উপজেলা দলগুলোর মধ্যে অনুষ্ঠিত হয়। এই টুর্নামেন্টটি স্থানীয় ফুটবল খেলোয়াড়দের প্রতিভা অন্বেষণ এবং সুস্থ ক্রীড়া সংস্কৃতির বিকাশে সহায়তা করে।

‎সেই ধারাবাহিকতায় আজ মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুর ২ ঘটিকায় ফেনী শহরের ভাষা শহীদ আবদুস সালাম স্টেডিয়ামে এক বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে এই প্রতিযোগিতার শুভ সূচনা হবে। ‎জেলার ছয়টি উপজেলা- 

ফেনী সদর,ফুলগাজী,পরশুরাম,ছাগলনাইয়া,সোনাগাজী,দাগনভূঞার ফুটবল টিম দুইটি গ্রুপে বিভক্ত হয়ে  উক্ত টুর্নামেন্টে অংশ নিচ্ছে।

‎‘ক’ গ্রুপে রয়েছে পরশুরাম, ফেনী সদর, ফুলগাজী উপজেলা এবং গ্রুপ ‘খ’ তে রয়েছে ছাগলনাইয়া, সোনাগাজী, দাগনভূঞা উপজেলা।

‎আজকের উদ্বোধনী খেলায় মুখোমুখি হবে ফেনী সদর বনাম ফুলগাজী উপজেলা দল। ‎টুর্নামেন্টটির আয়োজনে রয়েছে ফেনী জেলা প্রশাসন এবং সহযোগিতায় রয়েছে ফেনী পৌরসভা ও ফেনী জেলা ক্রীড়া সংস্থা।

‎জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে গতকাল সোমবার বিকেলে ফেনী জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জার্সি ও ট্রফি উন্মোচন অনুষ্ঠান এবং প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। ‎এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক সাইফুল ইসলাম।

‎তিনি তার বক্তব্যে বলেন, ফুটবল শুধু একটি খেলা নয় এটি ঐক্য, উদ্দীপনা ও তারুণ্যের প্রতীক। সুস্থ বিনোদনের মাধ্যমে আত্মবিশ্বাসী, নৈতিক মূল্যবোধে বলীয়ান ও দায়িত্বশীল তরুণ সমাজ গড়ে তোলার প্রত্যয়ে এবং তারুণ্যের উৎসব উদযাপনের অংশ হিসেবে আয়োজন করা হয়েছে ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৫’।‎উক্ত টুর্নামেন্ট সফল করার দায়িত্ব আমাদের সকলের।

‎অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইসমাইল হোসেনের সঞ্চালনায় এতে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও ফেনী পৌরসভার প্রশাসক গোলাম মো. বাতেন সহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ এবং ছয়টি উপজেলার নির্বাহী কর্মকর্তাবৃন্দসহ গণমাধ্যমকর্মী ও ক্রীড়া সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

‎উল্লেখ যে, ভাষা শহীদ আবদুস সালাম স্টেডিয়াম মাঠে আগামী ১৫ অক্টোবর ছাগলনাইয়া ‎বনাম সোনাগাজী উপজেলা, ১৬ অক্টোবর ফুলগাজী বনাম পরশুরাম উপজেলা, ১৭ অক্টোবর ছাগলনাইয়া বনাম দাগনভূঞা, ১৮ অক্টোবর ফেনী সদর বনাম পরশুরাম উপজেলা, ১৯ অক্টোবর দাগনভূঞা বনাম সোনাগাজী উপজেলা ফুটবল দলের মাঝে খেলা অনুষ্ঠিত হবে।

‎‎আগামী ২১ অক্টোবর ক-গ্রুপের চ্যাম্পিয়ন বনাম খ- গ্রুপের রানার্স আপের মাঝে ১ম সেমিফাইনাল এবং ২২ অক্টোবর খ-গ্রুপের চ্যাম্পিয়ন বনাম ক- গ্রুপের রানার্স আপের মাঝে ২য় সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। ‎প্রতিদিনের খেলা দুপুর ২টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে।

‎আগামী ২৫ অক্টোবর উক্ত টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

‎জেলা প্রশাসন সূত্রে জানা যায়, টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দল পাবে ট্রফি ও ১ লাখ টাকা প্রাইজমানি। রানার্স আপ দল পাবে ৫০ হাজার টাকা প্রাইজমানি ও ট্রফি। অংশগ্রহণকারী প্রতিটি দলের জন্য রয়েছে ২০ হাজার টাকার প্রাইজমানি।

‎এছাড়াও প্রতিটি খেলায় ম্যান অব দ্যা ম্যাচ, ম্যান অব দ্যা টুর্নামেন্ট, সেরা গোলরক্ষক ও সেরা গোলদাতার পুরস্কার প্রদান করা হবে।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.