× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

শিক্ষকদের কর্মবিরতি ও কালো ব্যাজ ধারণ

লালমনিরহাট প্রতিনিধি

১৪ অক্টোবর ২০২৫, ১৩:৫৬ পিএম

ঢাকা কলেজের শিক্ষকদের ওপর হামলা ও টিচার্স লাউঞ্জে ভাঙচুরের ঘটনার প্রতিবাদে লালমনিরহাট সরকারি কলেজের শিক্ষকরা কালো ব্যাজ ধারণ করেন। অত্র কলেজের শিক্ষকরা আজ মঙ্গলবার (১৪ অক্টোবর) দিনব্যাপী কর্মবিরতি পালন করে এবং কালো ব্যাজ ধারণ করেন। সেই সাথে শিক্ষকরা শ্রেণিকক্ষ কার্যক্রম থেকে বিরত থেকে কলেজ প্রাঙ্গণে অবস্থান নেন। কর্মসূচির মাধ্যমে তারা শিক্ষক সমাজের নিরাপত্তা, শিক্ষা ক্যাডারের মর্যাদা রক্ষা এবং দোষীদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দাবি জানান।

এসময় কলেজ প্রাঙ্গণে উপস্থিত ছিলেন অধ্যক্ষ প্রফেসর আবু সালেহ মো. মুসা, শিক্ষক পরিষদের সম্পাদক এবিএম ফেরদৌসসহ সকল শিক্ষক। বক্তারা বলেন, ঢাকা কলেজের শিক্ষকদের ওপর ন্যক্কারজনক হামলা দেশের শিক্ষা অঙ্গনের জন্য কলঙ্কজনক। দোষীদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তি দিতে হবে।

বক্তারা আরও বলেন, “শিক্ষক সমাজ দেশের আলোকবর্তিকা। শিক্ষকদের নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় সরকারের কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।



Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.