বাংলাদেশ জাতীয়তাবাদী গবেষনা কেন্দ্রের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার একেএম রেজাউল করিম ঝালকাঠির কাঠালিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভার আয়োজন করে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র সংস্কারের ৩১ দফা নিয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১১ টায় প্রেসক্লাব সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় কাঠালিয়া প্রেসক্লাবের প্রিন্ট্র ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সভায় প্রধান অতিথি ইঞ্জিনিয়ার একেএম রেজাউল করিম সাংবাদিকদের জানান, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র সংস্কারের ৩১ দফায় দেশ ও জাতীর কল্যাণ রয়েছে। বিএনপি একটি সু সংগঠিত দল, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি সরকার গঠন করবে। আমি ঝালকাঠি -১ ( কাঠালিয়া-রাজাপুর) সংসদীয় আসন থেকে মনোনয়ন প্রত্যাশী। বিএনপি আমাকে মনোনয়ন দিলে আমি জনগনের পাশে থাকবো। সম্মেলনে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।