× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

দুমকিতে ১৩ জেলের কারাদণ্ড,২.৫লাখ মিটার জালজব্দ

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি

১৪ অক্টোবর ২০২৫, ১৪:২৫ পিএম

মা-ইলিশ সংরক্ষণে চলমান বিশেষ অভিযানে পটুয়াখালীর দুমকিতে ১০দিনে ১৩জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় অবৈধভাবে ইলিশ শিকারের দায়ে কিশোরসহ ১৪জেলেকে আটক করা হয়।  অপ্রাপ্তবয়স্ক এক কিশোরকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।দন্ডপ্রাপ্তরা হলো-কলসকাঠী গ্রামের আ. সোবহান(৫৫), ঝাটরা গ্রামের সোরাপ মৃধা (৫২), উত্তর পাঙ্গাশিয়া গ্রামের মনির হোসেন(৪০), একই গ্রামের কাইয়ুম ফরাজী(২৫), আলগি গ্রামের সোহেল মৃধা (৪৫), ঝাটরা গ্রামের জালাল তালুকদার (৫০), নারাঙ্গল গ্রামের সোহাগ হাং(৩২), একই গ্রামের সাগর হাং(২৪), লেবুখালী গ্রামের কাদের গাজী(৫৬), একই গ্রামের সবুজ শরীফ(৫০), কানকী গ্রামের ছালাম সিকদার (৫৫), একই গ্রামের মাহবুব তালুকদার(৩৫)। অপ্রাপ্ত বয়স্ক কাইয়ুম (১৪) নামের কিশোরকে বিশেষ মুচলেকায় ছেড়ে দেওয়া হয়েছে।

মৎস্য অফিস সূত্র জানায়, উপজেলার পায়রা, পান্ডব, পাতাবুনিয়া ও লোহালিয়া নদীতে গত ৪ অক্টোবর থেকে অভিযান চালায় উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ। অভিযানে ২ লাখ ৫০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় কয়েক লাখ টাকা। জব্দ করা এসব জাল পরে প্রকাশ্যে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। এছাড়া ১০টি মাছ ধরার নৌকাও জব্দ করা হয়েছে।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. মাহফুজুর রহমান জানান, মা-ইলিশ রক্ষায় এই অভিযান অব্যাহত থাকবে। নদ-নদীতে টহল জোরদার করা হয়েছে যাতে কোনোভাবেই নিষিদ্ধ সময়ে ইলিশ শিকার করা না যায়।

সরকার ঘোষিত ২২ দিনব্যাপী ইলিশ প্রজনন মৌসুমে মাছ ধরা, পরিবহন, মজুত ও বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ। নিয়ম অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে মৎস্য বিভাগ জানিয়েছে। স্থানীয় প্রশাসন জানিয়েছে, মা-ইলিশ রক্ষায় সবাইকে সচেতন হয়ে সরকারের এই উদ্যোগ সফল করতে হবে।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.